এর আগে তিন বার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পৌঁছেছিলেন। সেখানেই যাত্রা থেমে যায় বেলারুশের টেনিস প্লেয়ার আরিয়ানা সাবালেঙ্কার (Aryna Sabalenka)। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
২০২৩ সালে তেমনটা হল না। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়া ওপেনের সেমিফাইনালে পোল্যান্ডের টেনিস প্লেয়ার মাগডা লিনেটকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিলেন আরিয়ানা সাবালেঙ্কা। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
মেলবোর্ন পার্কে নয়া রূপকথা লিখছেন বেলারুশের টেনিস তারকা। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে এলিনা রিবাকিনার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে ছিলেন। পরবর্তী দুটি সেট জিতে চ্যাম্পিয়ন হয়ে কোর্ট ছাড়েন সাবালেঙ্কা। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
২৪ বছর বয়সী আরিয়ানা সাবালেঙ্কা রড লেভার এরিনায় ফাইনাল ম্যাচে এলিনা রিবাকিনাকে হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
৯ বছর আগে টেনিসে পথ চলা শুরু হয় আরিয়ানা সাবালেঙ্কার। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
বেলারুশের মিনস্কেতে জন্ম নেওয়া সাবালেঙ্কার বাবা একজন হকি খেলোয়াড়। হঠাই করেই সাবালেঙ্কা টেনিস খেলা শুরু করেন। তিনি এক সাক্ষাৎকারে জানান, যে একদিন তিনি তাঁর বাবার সঙ্গে গাড়িতে কোথাও যাচ্ছিলেন এবং পথে তিনি একটি টেনিস কোর্ট দেখেছিলেন। তাঁর বাবা তাঁকে কোর্টে নিয়ে যান এবং তাঁর খেলাটি পছন্দ হয়ে যায়। এখান থেকেই তাঁর টেনিস যাত্রা শুরু।(ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
আরিয়ানা সাবালেঙ্কা ভীষণ ঘুরতে পছন্দ করেন। যখনই সুযোগ পান বেড়িয়ে পড়েন ঘুরতে। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বেলারুশের টেনিস তারকা সাবালেঙ্কা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের বেড়াতে যাওয়ার ছবি-ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। (ছবি-অস্ট্রেলিয়ান ওপেন টুইটার)