AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Colonel Sofiya Quraishi: শ্যুটিংয়ে স্বর্ণ পদক, ছিলেন সেনাতে, পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার! কর্নেল সোফিয়ার বোনকে চেনেন?

Quraishi Sister: বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। ঠিক এই সময় বাড়িতে টিভির সামনে বসে গর্বে বুক ফুলে উঠছিল আরেক বোনের। তিনি ডঃ শায়না সুনসারা। হঠাৎ শায়না সুনসারার কথা কেন?

| Updated on: May 11, 2025 | 4:05 PM
অপারেশন সিঁদুর লঞ্চ করার পর থেকেই চর্চায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। তার পর থেকে যুদ্ধ পরিস্থিতির প্রত্যেকটি ছোট খাট ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং।

অপারেশন সিঁদুর লঞ্চ করার পর থেকেই চর্চায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। তার পর থেকে যুদ্ধ পরিস্থিতির প্রত্যেকটি ছোট খাট ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি এবং উইং কম্যান্ডার ব্যোমিকা সিং।

1 / 8
ঠিক এই সময় বাড়িতে টিভির সামনে বসে গর্বে বুক ফুলে উঠছিল আরেক বোনের। তিনি ডঃ শায়না সুনসারা। হঠাৎ শায়না সুনসারার কথা কেন? কথা উঠল কারণ তিনি হলেন ছোট বেলা থেকে সোফিয়ার খেলার সাথী, কর্নেলের যমজ বোন। গুজরাটের মেয়ে সোফিয়া।

ঠিক এই সময় বাড়িতে টিভির সামনে বসে গর্বে বুক ফুলে উঠছিল আরেক বোনের। তিনি ডঃ শায়না সুনসারা। হঠাৎ শায়না সুনসারার কথা কেন? কথা উঠল কারণ তিনি হলেন ছোট বেলা থেকে সোফিয়ার খেলার সাথী, কর্নেলের যমজ বোন। গুজরাটের মেয়ে সোফিয়া।

2 / 8
ছোট বেলা থেকেই বড় হয়ে উঠেছে সেনার পরিবেশে। সোফিয়া এবং শায়নার বাবাও সেনাতেই কর্মরত ছিলেন। লড়েছেন ১৯৭১ সালে যুদ্ধের সময়ও। তবে পারিবারিক দেশপ্রেমের ইতিহাস আর অনেক পুরনো। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে সোফিয়া জানিয়েছিলেন, তাঁর ঠাকুমার মা ১৮৫৭ সালে রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। সেনার কঠোর অনুশাসন এবং নিয়মানুবর্তিতা তাই তাঁর রক্তে।

ছোট বেলা থেকেই বড় হয়ে উঠেছে সেনার পরিবেশে। সোফিয়া এবং শায়নার বাবাও সেনাতেই কর্মরত ছিলেন। লড়েছেন ১৯৭১ সালে যুদ্ধের সময়ও। তবে পারিবারিক দেশপ্রেমের ইতিহাস আর অনেক পুরনো। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে সোফিয়া জানিয়েছিলেন, তাঁর ঠাকুমার মা ১৮৫৭ সালে রানি লক্ষ্মীবাইয়ের সঙ্গে দাঁড়িয়ে লড়াই করেছিলেন। সেনার কঠোর অনুশাসন এবং নিয়মানুবর্তিতা তাই তাঁর রক্তে।

3 / 8
হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে শায়না জানিয়েছেন, সোফিয়া এবং তিনি দুজনেই ছোটবেলা থেকে সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তাঁদের এই স্বপ্ন সেই সময়ের যখন সেনাতে মহিলাদের নিয়োগ হত না। দেশের জন্য কাজ করার বিষয়ে চিরকাল প্রতিজ্ঞা বদ্ধ সোফিয়া। তাই এক সময়ে বিজ্ঞানী হিসাবে DRDO কাজ করতে চেয়েছিলেন। যদি তা না হয়, তাহলে পুলিশে চাকরি করার বিষয়ে বদ্ধ পরিকর ছিলেন তিনি। তবে কেবল সোফিয়াই নয়, দেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁর বোন শায়নাও। জানেন তিনি কী করেন?

হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে শায়না জানিয়েছেন, সোফিয়া এবং তিনি দুজনেই ছোটবেলা থেকে সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। তাঁদের এই স্বপ্ন সেই সময়ের যখন সেনাতে মহিলাদের নিয়োগ হত না। দেশের জন্য কাজ করার বিষয়ে চিরকাল প্রতিজ্ঞা বদ্ধ সোফিয়া। তাই এক সময়ে বিজ্ঞানী হিসাবে DRDO কাজ করতে চেয়েছিলেন। যদি তা না হয়, তাহলে পুলিশে চাকরি করার বিষয়ে বদ্ধ পরিকর ছিলেন তিনি। তবে কেবল সোফিয়াই নয়, দেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁর বোন শায়নাও। জানেন তিনি কী করেন?

4 / 8
দশভূজা বলতে যা বোঝায় শায়নাও যেন ঠিক তাই। একাধারে তিনি একজন অর্থনীতিবিদ, পরিবেশবিদ, ফ্যাশন ডিজাইনার আবার প্রাক্তন সেনা ক্যাডেটও। রয়েছে বহু পদকও। রাইফেল শ্যুটিংয়ে জিতেছেন স্বর্ণপদক। পুরস্কার গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও।

দশভূজা বলতে যা বোঝায় শায়নাও যেন ঠিক তাই। একাধারে তিনি একজন অর্থনীতিবিদ, পরিবেশবিদ, ফ্যাশন ডিজাইনার আবার প্রাক্তন সেনা ক্যাডেটও। রয়েছে বহু পদকও। রাইফেল শ্যুটিংয়ে জিতেছেন স্বর্ণপদক। পুরস্কার গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও।

5 / 8
ভদোদরার 'ওয়ান্ডার ওম্যান' হিসেবে পরিচিত শায়না। তিনি বিউটি কুইনও। জিতেছেন মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ এবং মিস ইউনাইটেড নেশনস ২০১৮। ২০১৮ সালেই দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় শায়নাকে। কেবল এই সব নয়, পরিবেশপ্রেমী হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে শায়নার। গুজরাট জুড়ে ১০০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

ভদোদরার 'ওয়ান্ডার ওম্যান' হিসেবে পরিচিত শায়না। তিনি বিউটি কুইনও। জিতেছেন মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ এবং মিস ইউনাইটেড নেশনস ২০১৮। ২০১৮ সালেই দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় শায়নাকে। কেবল এই সব নয়, পরিবেশপ্রেমী হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে শায়নার। গুজরাট জুড়ে ১০০,০০০ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

6 / 8
রেডিও সিটির সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের স্বপ্নের কথা তুলে ধরেন। ছোটবেলা থেকেই অলরাউন্ডার হিসেবে পরিচিত শায়নার ফ্যাশন ডিজাইনের প্রতি আগ্রহ ছিল। স্কুলে থাকাকালীন শায়না একবার তার মায়ের শাড়ি কেটে পোশাক ডিজাইন করেছিলেন - যা তার সৃজনশীলতার প্রাথমিক প্রদর্শন।

রেডিও সিটির সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের স্বপ্নের কথা তুলে ধরেন। ছোটবেলা থেকেই অলরাউন্ডার হিসেবে পরিচিত শায়নার ফ্যাশন ডিজাইনের প্রতি আগ্রহ ছিল। স্কুলে থাকাকালীন শায়না একবার তার মায়ের শাড়ি কেটে পোশাক ডিজাইন করেছিলেন - যা তার সৃজনশীলতার প্রাথমিক প্রদর্শন।

7 / 8
কম যান না সোফিয়াও। ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সিগন্যাল কর্পসের কর্মকর্তা কর্নেল সোফিয়া। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ভারত ও বিদেশে একাধিক মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে, তাকে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছিল। ২০১৬ সালে, সোফিয়া ভারত আয়োজিত মাল্টি ন্যাশানাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ - এক্সারসাইজ ফোর্স ১৮ - এ ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন।

কম যান না সোফিয়াও। ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সিগন্যাল কর্পসের কর্মকর্তা কর্নেল সোফিয়া। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ভারত ও বিদেশে একাধিক মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে, তাকে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছিল। ২০১৬ সালে, সোফিয়া ভারত আয়োজিত মাল্টি ন্যাশানাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ - এক্সারসাইজ ফোর্স ১৮ - এ ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছিলেন।

8 / 8
Follow Us: