এই প্রথম আরব আমিরশাহিতে হতে চলেছে আইএল টি২০ লিগ। দক্ষিণ আফ্রিকা লিগের মতোই ওই দেশের দল কিনতে পারার অনুমতি পেয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিগুলি। ছবি: টুইটার
আরব সাগর পার করে ইতিমধ্যেই দল কিনে ফেলেছেন আম্বানিরা। দলের নাম এমআই এমিরেটস। ছবি: টুইটার
ইতিমধ্যেই আবু ধাবিতে প্রথম শুরু হওয়া আইএল টি২০ লিগের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির দল। ছবি: টুইটার
এমআই এমিরেটসের জার্সিতে মাঠে নামবেন ইমরান তাহির,মহম্মদ ওয়াসিম, বাসিল হামিদরা। ছবি: টুইটার
ছাড়াও দলে জায়গা পেয়েছেন বেশ কিছু বিদেশি তারকা। যাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের জর্ডন থমসন, ক্রেগ ওভারটন, ম্যাক্কেনি ক্লার্করা। ছবি: টুইটার
দলের হেড কোচ শেন বন্ডকে বলতে শোনা যায়, তিনি এমআই এমিরেটসের দায়িত্ব পেয়ে গর্বিত। এবং তাঁদের মূল ফোকাস এখন টুর্নামেন্ট। দল নিয়ে খুশি তিনি, যোগ করেন শেষে। ছবি: টুইটার