Mitchell Starc: বউয়ের জন্মদিনে ইউপি শিবিরে স্টার্ক, হিলিকে কী পরামর্শ দিলেন?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Updated on: Mar 24, 2023 | 6:13 PM

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডব্লিউপিএলের এলিমিনেটর ম্যাচ ইউপি ওয়ারিয়র্সের। এমন গুরুত্বপূর্ণ দিনে জন্মদিন দলের ক্যাপ্টেন অ্যালিসা হিলির। ক্যাপ্টেনের জন্মদিনে কী কী হুল্লোড় হল ইউপি শিবিরে?

Mar 24, 2023 | 6:13 PM
৩৩ বছরের পা দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি। ডব্লিউপিএলের জন্য এ বারের জন্মদিনটা বাড়ি থেকে দূরে ভারতে কাটাতে হচ্ছে হিলিকে। (ছবি:টুইটার)

৩৩ বছরের পা দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি। ডব্লিউপিএলের জন্য এ বারের জন্মদিনটা বাড়ি থেকে দূরে ভারতে কাটাতে হচ্ছে হিলিকে। (ছবি:টুইটার)

1 / 8
বাড়ি থেকে দূরে থাকলেও কাছের মানুষের থেকে দূরে থাকলেন না হিলি। জন্মদিনে কাছে পেলেন স্বামী মিচেল স্টার্ককে। স্ত্রীকে সারপ্রাইজ দিতে ইউপি শিবিরে হাজির তারকা অজি ক্রিকেটার।  (ছবি:টুইটার)

বাড়ি থেকে দূরে থাকলেও কাছের মানুষের থেকে দূরে থাকলেন না হিলি। জন্মদিনে কাছে পেলেন স্বামী মিচেল স্টার্ককে। স্ত্রীকে সারপ্রাইজ দিতে ইউপি শিবিরে হাজির তারকা অজি ক্রিকেটার। (ছবি:টুইটার)

2 / 8
স্টার্ক ও ইউপি টিমের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা হল। কেকের ক্রিম স্ত্রীর মুখে লেপে দিলেন স্টার্ক। (ছবি:টুইটার)

স্টার্ক ও ইউপি টিমের সদস্যদের উপস্থিতিতে কেক কাটা হল। কেকের ক্রিম স্ত্রীর মুখে লেপে দিলেন স্টার্ক। (ছবি:টুইটার)

3 / 8
ইউপি ওয়ারিয়র্সের তরফে হিলিকে শুভেচ্ছা জানানো হল এই ছবিটি পোস্ট করে। (ছবি:টুইটার)

ইউপি ওয়ারিয়র্সের তরফে হিলিকে শুভেচ্ছা জানানো হল এই ছবিটি পোস্ট করে। (ছবি:টুইটার)

4 / 8
আজকের দিনটা হিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের প্রিমিয়র লিগের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।(ছবি:টুইটার)

আজকের দিনটা হিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের প্রিমিয়র লিগের এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি ইউপি ওয়ারিয়র্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।(ছবি:টুইটার)

5 / 8
মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস আগেই ডব্লিউপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। প্রথম সংস্করণে ইউপিকে মেয়েদের প্রিমিয়র লিগের ফাইনালে তোলার চ্যালেঞ্জ হিলির সামনে। এলিমিনেটর ম্যাচে হরমনপ্রীতদের হারাতে পারলে  অস্ট্রেলিয়ার দলের সতীর্থর মুখোমুখি হবেন হিলি। (ছবি:টুইটার)

মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস আগেই ডব্লিউপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। প্রথম সংস্করণে ইউপিকে মেয়েদের প্রিমিয়র লিগের ফাইনালে তোলার চ্যালেঞ্জ হিলির সামনে। এলিমিনেটর ম্যাচে হরমনপ্রীতদের হারাতে পারলে অস্ট্রেলিয়ার দলের সতীর্থর মুখোমুখি হবেন হিলি। (ছবি:টুইটার)

6 / 8
শুধু কি জন্মদিনের শুভেচ্ছা নাকি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্ত্রীকে পরামর্শ দিয়ে গেলেন স্টার্ক? (ছবি:টুইটার)

শুধু কি জন্মদিনের শুভেচ্ছা নাকি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্ত্রীকে পরামর্শ দিয়ে গেলেন স্টার্ক? (ছবি:টুইটার)

7 / 8
 ৩৩তম জন্মদিনে হিলির বড় পরীক্ষা। পাস করতে পারলে বার্থডে গার্লের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। (ছবি:টুইটার)

৩৩তম জন্মদিনে হিলির বড় পরীক্ষা। পাস করতে পারলে বার্থডে গার্লের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। (ছবি:টুইটার)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla