Bangla News Photo gallery Modi has decade old relationships with indian diaspora, see images of his foreign tour and meeting with indian community
PM Modi: অনাবাসী ভারতীয়দের সঙ্গে কয়েক দশকের সম্পর্ক মোদীর, বিশ্ব ভ্রমণে দেখুন প্রধানমন্ত্রীর ছবি
TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Jan 09, 2023 | 1:49 PM
PM Modi: আজ প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে ইন্দোরে ১৭ তম সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী আর্কাইভের তরফে টুইট করে মোদীর পুরনো বিদেশ সফরের ছবি পোস্ট করা হয়েছে।
1 / 6
সোমবার মধ্য প্রদেশের ইন্দোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ১৭ তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গুয়ানার প্রেসিডেন্ট ডঃ মোহম্মদ ইরফান আলি। আর সম্মানীয় অতিথি হিসেবে সুরিনেমের প্রেসিডেন্ট চন্দ্রিকা প্রসাদ সান্তোখি। এদিকে সমগ্র বিশ্বের মধ্যে ভারতই এমন একটি দেশ যার বাসিন্দারা পৃথিবীর প্রায় সব দেশেই বসবাস করেন। আর এই অনাবাসী ভারতীয়দের সঙ্গে একটি ভাল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2 / 6
ছবি সৌজন্যে: @modiarchive
3 / 6
বিদেশে অনাবাসী ভারতীয়দের সঙ্গে মোদীর ছবি টুইট করে ক্যাপশনে লেখা হয়েছে, "অনবাসী ভারতীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক কয়েক দশকের পুরনো। একজন যুব কার্যকর্তা হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন। বিশ্বজুড়ে ভারতীয়দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করেছেন।"
4 / 6
এমনিতে মোদীর বিদেশ সফর ঘিরে প্রচুর বিতর্ক জড়িয়ে থাকে। বিরোধীরা তাঁর বিদেশ সফর ঘিরে নানা প্রশ্ন তোলেন। তবে প্রতি বিদেশ সফরেই সেদেশে অবস্থিত ভারতীয় কমিউনিটির সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন মোদী। সাম্প্রতিককালে সেই ছবিও খুব চেনা অনেকেরই।
5 / 6
এদিকে আজ আরেকটি টুইটে প্রধানমন্ত্রী মোদীর পুরনো তিনটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে,প্রধানমন্ত্রী ভারতীয়দের সঙ্গে দেখা করছেন এবং তাঁদের সঙ্গে কথা বলছেন। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ১৯৯০ সালের বিজেপির প্রতিনিধি হিসেবে ভ্রমণের সময়ে গোটা মহাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, "আমি খুব ভাগ্যবান ৪০ টিরও বেশি দেশে আমি ভ্রমণের সুযোগ পেয়েছি। সেই কারণে আমার খুব ভাল অভিজ্ঞতাও হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে বিশ্ব কীভাবে এগিয়ে চলেছে, কোন ধরনের জিনিসের বিকাশ ঘটছে এবং আমার দেশ কোথায় দাঁড়িয়ে আছে।"
6 / 6
এদিকে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মোদী। সেখানেও ভারতীয় কমিউনিটির একটি অনুষ্ঠানে যোগ দেন। এবং অনাবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন।