হাতে এক মাসেরও কম সময়। তারপরই পেশ হবে নতুন বছরের বাজেট। ২০২৩ সালের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। নির্বাচনের কথা মাথায় রেখে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
পাশাপাশি করোনা পরবর্তী সময়ে বিগত দুই বছর করের ক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন বা ছাড় ঘোষণা করেনি কেন্দ্র। সেই কারণেও এবারের বাজেট থেকে প্রত্য়াশা অনেক।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই পেশ করবেন। সূত্রের খবর, আসন্ন বাজেটে ৩৫টিরও বেশি পণ্যের উপরে আবগারি শুল্ক বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্র এই পণ্যগুলির একটি তালিকাও তৈরি করে ফেলেছে।
যে পণ্যগুলির উপরে আবগারি শুল্ক বাড়তে পারে, সেগুলি হল প্রাইভেট জেট, গহনা, ভিটামিন, উচ্চ মানের ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিকের সামগ্রী ও হাই গ্লস পেপার।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবারের বাজেটে আমদানি কমিয়ে দেশীয় পণ্যের উপরে কীভাবে নির্ভরশীলতা বাড়ানো যায়, তার উপরই জোর দেওয়া হবে।
ডিসেম্বর মাসেই বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে বিভিন্ন মন্ত্রককে অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের তালিকা তৈরি করতে বলা হয়েছিল। এই পণ্যগুলির উপরে আমদানি শুল্ক বাড়ানো হতে পারে বলেই জানা গিয়েছে।
প্রতীকী ছবি