জসপ্রীত বুমরার পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া গেলেন বাংলার পেসার মহম্মদ সামি। বুধবার অস্ট্রেলিয়ার বিমান ধরেন তিনি। ১৫ বছর পর দেশে টি-২০ বিশ্বকাপ ফেরানোর লক্ষ্য নিয়ে আজ, বৃহস্পতিবার ডন ব্র্যাডম্যানের দেশে পৌঁছে গিয়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)
অস্ট্রেলিয়া যাওয়ার খবর ইনস্টাগ্রামে নিজেই দেন সামি। জিনস-টি-শার্ট পরিহিত ভারতীয় পেসার বিমানের অন্দরের একঝাঁক ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'যাওয়ার সময় এসেছে। এবার লক্ষ্য টি-২০ বিশ্বকাপ।'(ছবি:ইনস্টাগ্রাম)
বুধবারই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে ফিটনেস পরীক্ষায় পাস করে যান সামি। হাতে বেশি সময় নেই। তাই সেদিনই অস্ট্রেলিয়া রওনা দেন। সামি যতক্ষণে অস্ট্রেলিয়া পৌঁছান ততক্ষণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গিয়েছে। (ছবি:ইনস্টাগ্রাম)
টি-২০ বিশ্বকাপে মহম্মদ সামিকে দেখার জন্য মুখিয়ে ছিলেন সমর্থকরা। তাঁদের ইচ্ছেপূরণ হচ্ছে। সামি পোস্টের মন্তব্য বক্স ভরে গিয়েছে শুভেচ্ছা ও ভালোবাসায়। নানাজন নানারকম আবদার রেখেছেন তারকা পেসারের কাছে।(ছবি:ইনস্টাগ্রাম)
একজনের মন্তব্য, "পাকিস্তানের বিরুদ্ধ ৫ উইকেট অবশ্যই নিও।" অন্য একজন লিখেছেন, "কাপ নিয়েই ফিরবেন, শুভেচ্ছা রইল।" সামির কাছে অধিকাংশ দেশবাসীর আবদার, এবার কিন্তু বিশ্বকাপটা চাই-ই চাই। ব্রিসবেনে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন সামি। (ছবি:ইনস্টাগ্রাম)