Durand Cup 2022: সুনীলদের প্রায় হারিয়ে দিয়েছিল মহমেডান, বেঙ্গালুরুকে পিছনে ফেলে গ্রুপ সেরা সাদা-কালোরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 02, 2022 | 11:21 PM

ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১।

1 / 5
ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১। (ছবি:টুইটার)

ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১। (ছবি:টুইটার)

2 / 5
চলতি ডুরান্ড কাপে ব্ল্যাক প্যান্থার্সরা যেন অশ্বমেধের ঘোড়া। জয়ের হ্যাটট্রিকে আগেই নক আউটে পা রেখেছিল দলটি। শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গ্রুপ এ-র সেরা হওয়ার লড়াই ছিল। তাতে পাশ করল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। (ছবি:টুইটার)

চলতি ডুরান্ড কাপে ব্ল্যাক প্যান্থার্সরা যেন অশ্বমেধের ঘোড়া। জয়ের হ্যাটট্রিকে আগেই নক আউটে পা রেখেছিল দলটি। শুক্রবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে গ্রুপ এ-র সেরা হওয়ার লড়াই ছিল। তাতে পাশ করল আন্দ্রে চের্নিশভের ছেলেরা। (ছবি:টুইটার)

3 / 5
ম্যাচের প্রথম থেকে বেঙ্গালুরুর দাপট থাকলেও ১৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। গোল করেন প্রীতম সিং। ৭৩ মিনিটে অভিষেক হালদার লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে চেপে ধরে সুনীলরা।(ছবি:টুইটার)

ম্যাচের প্রথম থেকে বেঙ্গালুরুর দাপট থাকলেও ১৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মহমেডান। গোল করেন প্রীতম সিং। ৭৩ মিনিটে অভিষেক হালদার লাল কার্ড দেখার পর প্রতিপক্ষকে চেপে ধরে সুনীলরা।(ছবি:টুইটার)

4 / 5
শেষদিকে ২০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলে মহমেডান। তবু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আইএসএলের শক্তিশালী দলটি। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান শিব। (ছবি:টুইটার)

শেষদিকে ২০ মিনিটের বেশি সময় ধরে ১০ জনে খেলে মহমেডান। তবু নির্ধারিত সময়ে গোল করতে পারেনি আইএসএলের শক্তিশালী দলটি। ইনজুরি টাইমে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান শিব। (ছবি:টুইটার)

5 / 5
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান এসসি। (ছবি:টুইটার)

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষ স্থান ধরে রাখল মহমেডান এসসি। (ছবি:টুইটার)

Next Photo Gallery