Durand Cup 2022: সুনীলদের প্রায় হারিয়ে দিয়েছিল মহমেডান, বেঙ্গালুরুকে পিছনে ফেলে গ্রুপ সেরা সাদা-কালোরা
ডুরান্ড কাপে মহমেডান স্পোর্টিং ক্লাবের দাপট অব্যাহত। সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ সমৃদ্ধ আইএসএলের শক্তিশালী টিমকে প্রায় হারিয়ে দিয়েছিল কলকাতার দলটি। শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছে বেঙ্গালুরু। ম্যাচের ফলাফল ১-১।