Qatar World Cup 2022: কাতারের যে স্টেডিয়ামে ফুটে ওঠে মরুভূমির গল্প…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2022 | 11:59 AM

আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে (Ahmad Bin Ali Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আহমেদ বিন আলি স্টেডিয়ামের ঝলক...

1 / 5
আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে (Ahmad Bin Ali Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আহমেদ বিন আলি স্টেডিয়ামের ঝলক... (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আর ঠিক আড়াই মাস পর কাতারে (Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের (World Cup) আসর। এ বার তবে জুন-জুলাইয়ে নয়, ধারা বদলে বিশ্বকাপ হতে চলেছে শীতকালে। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে ফুটবলের এই মেগা টুর্নামেন্ট। ২১ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। মোট ৮টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। আহমেদ বিন আলি স্টেডিয়ামে (Ahmad Bin Ali Stadium) রয়েছে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের লড়াই। ছবিতে দেখুন আহমেদ বিন আলি স্টেডিয়ামের ঝলক... (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

2 / 5
আল রায়ান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠ আহমেদ বিন আলি স্টেডিয়াম। কাতার বিশ্বকাপ যে আট স্টেডিয়ামে হবে, তার জন্য তৈরি করা নতুন স্টেডিয়াম নয় আহমেদ বিন আলি। ২০০৩ সালে প্রথমে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল। সেইসময় দর্শন আসন সংখ্যা ছিল ২১,২৮২। এরপর ২০১৫ সালে স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়। তারপর নতুন করে তৈরি হয় সেই স্টেডিয়াম। ২০২০ সালের ডিসেম্বরে নবরূপে সজ্জিত আহমেদ বিন আলি স্টেডিয়ামটি উন্মোচিত হয়। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আল রায়ান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠ আহমেদ বিন আলি স্টেডিয়াম। কাতার বিশ্বকাপ যে আট স্টেডিয়ামে হবে, তার জন্য তৈরি করা নতুন স্টেডিয়াম নয় আহমেদ বিন আলি। ২০০৩ সালে প্রথমে এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিল। সেইসময় দর্শন আসন সংখ্যা ছিল ২১,২৮২। এরপর ২০১৫ সালে স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয়। তারপর নতুন করে তৈরি হয় সেই স্টেডিয়াম। ২০২০ সালের ডিসেম্বরে নবরূপে সজ্জিত আহমেদ বিন আলি স্টেডিয়ামটি উন্মোচিত হয়। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

3 / 5
আহমেদ বিন আলি স্টেডিয়ামটি মধ্য দোহা থেকে ২০ কিমি পশ্চিমে, আল রায়ানে অবস্থিত। এই স্টেডিয়ামের নকশা, আশেপাশের বিল্ডিংগুলি, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকগুলিকে প্রতিফলিত করে। এই স্টেডিয়ামের নকশা বালির টিলা এবং ইসলামিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আহমেদ বিন আলি স্টেডিয়ামটি মধ্য দোহা থেকে ২০ কিমি পশ্চিমে, আল রায়ানে অবস্থিত। এই স্টেডিয়ামের নকশা, আশেপাশের বিল্ডিংগুলি, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকগুলিকে প্রতিফলিত করে। এই স্টেডিয়ামের নকশা বালির টিলা এবং ইসলামিক স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

4 / 5
আহমেদ বিন আলি স্টেডিয়ামটি পুনরায় তৈরি হওয়ার পর, ওই স্টেডিয়ামের সামনের দিকে ফুটে উঠেছে মরভূমির ফ্লোরা ও ফনার ছাপ। আহমেদ বিন আলি স্টেডিয়ামটি মরুভূমির প্রান্তে অবস্থিত। ফলে, এই স্টেডিয়াম একাধিক কাতারি গল্পের ছোঁয়া তুলে ধরে। ৪০ হাজার আসন সংখ্যা রয়েছেন আল রায়ান স্টেডিয়ামে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

আহমেদ বিন আলি স্টেডিয়ামটি পুনরায় তৈরি হওয়ার পর, ওই স্টেডিয়ামের সামনের দিকে ফুটে উঠেছে মরভূমির ফ্লোরা ও ফনার ছাপ। আহমেদ বিন আলি স্টেডিয়ামটি মরুভূমির প্রান্তে অবস্থিত। ফলে, এই স্টেডিয়াম একাধিক কাতারি গল্পের ছোঁয়া তুলে ধরে। ৪০ হাজার আসন সংখ্যা রয়েছেন আল রায়ান স্টেডিয়ামে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

5 / 5
বিশ্বকাপের পর, কাতারের এই ঝাঁ চকচকে স্টেডিয়ামটির ফের ভোলবদল হবে। আহমেদ বিন আলি স্টেডিয়ামের ৪০ হাজার দর্শক আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে ২১ হাজারে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

বিশ্বকাপের পর, কাতারের এই ঝাঁ চকচকে স্টেডিয়ামটির ফের ভোলবদল হবে। আহমেদ বিন আলি স্টেডিয়ামের ৪০ হাজার দর্শক আসন সংখ্যা কমিয়ে দেওয়া হবে ২১ হাজারে। (ছবি-কাতার ২০২২ ওয়েবসাইট)

Next Photo Gallery
Durand Cup 2022: সুনীলদের প্রায় হারিয়ে দিয়েছিল মহমেডান, বেঙ্গালুরুকে পিছনে ফেলে গ্রুপ সেরা সাদা-কালোরা
Kalyan Chaubey: প্রিয়রঞ্জন দাসমুন্সির পর কল্যাণ, ভারতীয় ফুটবলে বাঙালি-রাজ