Kalyan Chaubey: প্রিয়রঞ্জন দাসমুন্সির পর কল্যাণ, ভারতীয় ফুটবলে বাঙালি-রাজ
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 03, 2022 | 8:30 AM
ভারতীয় ক্রিকেটের হটসিটে অনেকদিন আগেই আসীন হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দেশের ফুটবল জগতের সর্বোচ্চ পদে বসলেন আরও এক বাঙালি। কল্যাণ চৌবে। ৩৪টির মধ্যে ৩৩টি রাজ্য সংস্থার সমর্থন নিয়ে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সর্বেসর্বা এখন তিনিই।
1 / 6
ভারতীয় ক্রিকেটের হটসিটে অনেকদিন আগেই আসীন হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার দেশের ফুটবল জগতের সর্বোচ্চ পদে বসলেন আরও এক বাঙালি। কল্যাণ চৌবে। ৩৪টির মধ্যে ৩৩টি রাজ্য সংস্থার সমর্থন নিয়ে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার সর্বেসর্বা এখন তিনিই।(ছবি:এআইএফএফ)
2 / 6
এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার এআইএফএফ-এর সভাপতি পদে বসলেন। কল্যাণের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে মুখ থুবড়ে পড়েছেন। কল্যাণের একসময়ের সতীর্থ তথা ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়ার শোচনীয় পরাজয় হয়েছে।(ছবি:এআইএফএফ)
3 / 6
বুটজোড়া তুলে রাখার পর রাজনীতিতে ভাগ্য পরীক্ষা করতে আসা কল্যাণের। ২০১৫ সালে রাজনীতিতে প্রবেশ পদ্ম শিবিরের হাত ধরে। উনিশের লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে প্রার্থী হয়েছিলেন। হেরে যান তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের কাছে। একুশের বিধানসভা ভোটেও জয়ের মুখ দেখেননি।(ছবি:এআইএফএফ)
4 / 6
ফুটবল প্রশাসক হিসেবে প্রথম চেষ্টাতেই সফল কল্যাণ। কোনওদিন ভারতীয় ফুটবলের ছোটখাটো পদেও ছিলেন না। সেই মানুষটি এখন দেশের ফুটবল সংস্থার সর্বময় কর্তা।(ছবি:এআইএফএফ)
5 / 6
এইমুহূর্তে কল্যাণ চৌবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপ। ফেডারেশনের নতুন সচিব হতে চলেছেন সাজি প্রভাকরণ। কল্যাণ জানিয়েছেন, ১০০ দিনের মধ্যেই নতুন টিম বৈঠকে বসবে। তৈরি হবে আগামী দিনে ভারতীয় ফুটবলের রূপরেখা। (ছবি:এআইএফএফ)
6 / 6
বিসিসিআই প্রেসিডেন্ট পদে বসে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কল্যাণের থেকেও তেমনই চমক আশা করছেন ফুটবলপ্রেমীরা। যা ভারতীয় ফুটবলের মোড় ঘুরিয়ে দেবে। (ছবি:এআইএফএফ)