Asia Cup 2022: শারজায় শাদাব-নাসিমদের দাপট, ৩৮ রানেই গুঁড়িয়ে গেল হংকং

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 03, 2022 | 9:00 AM

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। নেপথ্যে পাক দলের বোলাররা। শাদাব খান থেকে নাসিম শাহের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় হংকংয়ের ইনিংস। যার ফলে ফের রবিবার এশিয়া কাপে ভারত পাক মহারণ পাকা হয়ে গেল।

1 / 5
এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে (Hong Kong) ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান (Pakistan)। নেপথ্যে পাক দলের বোলাররা। শাদাব খান থেকে নাসিম শাহের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় হংকংয়ের ইনিংস। যার ফলে ফের রবিবার এশিয়া কাপে ভারত পাক মহারণ পাকা হয়ে গেল। (ছবি-টুইটার)

এশিয়া কাপের (Asia Cup 2022) গ্রুপ পর্বের ম্যাচে হংকংকে (Hong Kong) ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান (Pakistan)। নেপথ্যে পাক দলের বোলাররা। শাদাব খান থেকে নাসিম শাহের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় হংকংয়ের ইনিংস। যার ফলে ফের রবিবার এশিয়া কাপে ভারত পাক মহারণ পাকা হয়ে গেল। (ছবি-টুইটার)

2 / 5
বাবর আজমের দলের ইউটিলিটি প্লেয়ার শাদাব খানকে (Shadab Khan) হংকংয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামতে হয়নি। বল হাতে দলের জয়ে বড় অবদান রেখে যান তিনি। ২.৪ ওভার বল করে ৮ রান নিয়ে ৪টি উইকেট তুলে নেন শাদাব। পাক দলের হয়ে নিজাকত খানেদের বিরুদ্ধে তিনিই সর্বাধিক উইকেট নিয়েছেন। (ছবি-টুইটার)

বাবর আজমের দলের ইউটিলিটি প্লেয়ার শাদাব খানকে (Shadab Khan) হংকংয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামতে হয়নি। বল হাতে দলের জয়ে বড় অবদান রেখে যান তিনি। ২.৪ ওভার বল করে ৮ রান নিয়ে ৪টি উইকেট তুলে নেন শাদাব। পাক দলের হয়ে নিজাকত খানেদের বিরুদ্ধে তিনিই সর্বাধিক উইকেট নিয়েছেন। (ছবি-টুইটার)

3 / 5
৩ ওভারের মাথায় জোড়া উইকেট হারায় হংকং। এরপর খুব তাড়াতাড়িই সবকটি উইকেট সাবাড় করে ফেলেন বাবরের দলের বোলাররা। শাদাব খানের পাশাপাশি ২ ওভার বল করে ৩টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। বিনিময়ে দিয়েছেন মাত্র ৫ রান। (ছবি-টুইটার)

৩ ওভারের মাথায় জোড়া উইকেট হারায় হংকং। এরপর খুব তাড়াতাড়িই সবকটি উইকেট সাবাড় করে ফেলেন বাবরের দলের বোলাররা। শাদাব খানের পাশাপাশি ২ ওভার বল করে ৩টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz)। বিনিময়ে দিয়েছেন মাত্র ৫ রান। (ছবি-টুইটার)

4 / 5
নাসিম শাহ এবং শাহনওয়াজ দাহানি (Shahnawaz Dahani) পেয়েছেন যথাক্রমে ২টি ও ১টি উইকেট। পাক বোলাররা রীতিমতো নাকানিচোবানি খাইয়ে ছাড়েন হংকংয়ের প্লেয়ারদের। নিজাকত খানের দলের কোনও প্লেয়ারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। (ছবি-টুইটার)

নাসিম শাহ এবং শাহনওয়াজ দাহানি (Shahnawaz Dahani) পেয়েছেন যথাক্রমে ২টি ও ১টি উইকেট। পাক বোলাররা রীতিমতো নাকানিচোবানি খাইয়ে ছাড়েন হংকংয়ের প্লেয়ারদের। নিজাকত খানের দলের কোনও প্লেয়ারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। (ছবি-টুইটার)

5 / 5
অন্যদিকে, প্রথমে ভারত ও তারপর পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে হংকং। তবে তাঁদের প্রাপ্তি ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে উপমহাদেশীয় লড়াইয়ে খেলতে পারা। ভারতের বিরুদ্ধে হংকংয়ের ম্যাচের পর তাদের দলের প্লেয়াররা ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন হংকংয়ের বাবর হায়াত ও আয়ুষ শুক্লা। বাবর বলেন, "এটা আমাদের কাছে একটা স্বপ্ন পূর্ণ হওয়ার মতো। ভারতের ড্রেসিংরুমে গিয়ে রোহিত-বিরাটদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাটাই আলাদা।" বাবরের সুরে সুর মিলিয়ে আয়ুষ বলেন, "আমরা হয়তো আর কবে মুখোমুখি হব তা বলা যাবে না। হতে পারে পরের এশিয়া কাপে বা বিশ্বকাপে হতে পারে। সেটা পরের বিষয়। ওরা সকলে ভীষণ ভালো। মনে হয়নি প্রথম বার কথা বললাম বলে। ওদের সঙ্গে কথোপকথনের সুযোগ পেয়ে দারুণ লাগল।" (ছবি-টুইটার)

অন্যদিকে, প্রথমে ভারত ও তারপর পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় নিয়েছে হংকং। তবে তাঁদের প্রাপ্তি ভারত-পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে উপমহাদেশীয় লড়াইয়ে খেলতে পারা। ভারতের বিরুদ্ধে হংকংয়ের ম্যাচের পর তাদের দলের প্লেয়াররা ইন্ডিয়ার ড্রেসিংরুমে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন হংকংয়ের বাবর হায়াত ও আয়ুষ শুক্লা। বাবর বলেন, "এটা আমাদের কাছে একটা স্বপ্ন পূর্ণ হওয়ার মতো। ভারতের ড্রেসিংরুমে গিয়ে রোহিত-বিরাটদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতাটাই আলাদা।" বাবরের সুরে সুর মিলিয়ে আয়ুষ বলেন, "আমরা হয়তো আর কবে মুখোমুখি হব তা বলা যাবে না। হতে পারে পরের এশিয়া কাপে বা বিশ্বকাপে হতে পারে। সেটা পরের বিষয়। ওরা সকলে ভীষণ ভালো। মনে হয়নি প্রথম বার কথা বললাম বলে। ওদের সঙ্গে কথোপকথনের সুযোগ পেয়ে দারুণ লাগল।" (ছবি-টুইটার)

Next Photo Gallery