ডুরান্ড কাপে (Durand Cup) হারের পর এ বার কলকাতা লিগেও (Calcutta Football League) হারের মুখ দেখল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সাদা-কালোকে ২-০ গোলে উড়িয়ে দিল ভবানীপুর ফুটবল ক্লাব (Bhowanipore Football Club)। প্রথমার্ধের ৬ মিনিটে সুজয় দত্তের গোলে এগিয়ে যায় ভবানীপুর। ১১ মিনিটে দ্বিতীয় গোল হেনরি কিসেকার। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি মহমেডান স্পোর্টিং। লিগ ও ডুরান্ড মিলিয়ে ৬ দিনে ৩টে ম্যাচ খেলল সাদা-কালো। তাই ম্যাচ হারের পর ফুটবলারদের পাশে দাঁড়ালেন কোচ আন্দ্রে চের্নিশভ।