Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Money Plant Vastu Tips: বাড়িতে মানি প্ল্যান্ট লাগিয়েও সুফল পাচ্ছেন না! সঠিক জায়গায় রেখেছেন তো?

Vastu Tip for Home: অনেকেই মনে করেন, বাস্তুমতে মানিপ্ল্যান্ট অর্থভাগ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ। তবে বাড়িতে থাকলেও এই গাছের বিশেষ কোনও ফল পান অনেকেই।

| Edited By: | Updated on: Jun 21, 2023 | 12:55 PM
সুন্দর দেখাতে বাড়িতে রেখেছেন মানিপ্ল্যান্ট!বাস্তুমতে মানি প্ল্যান্ট বেশিরভাগের বাড়িতেই দেখতে পাওয়া যায়। অনেকেই অর্থভাগ্য খুলতে এই গাছ লাগাতেই পারেন। গৃহে টাকা-পয়সা আসতে এই গাছে গুরুত্ব রয়েছে।

সুন্দর দেখাতে বাড়িতে রেখেছেন মানিপ্ল্যান্ট!বাস্তুমতে মানি প্ল্যান্ট বেশিরভাগের বাড়িতেই দেখতে পাওয়া যায়। অনেকেই অর্থভাগ্য খুলতে এই গাছ লাগাতেই পারেন। গৃহে টাকা-পয়সা আসতে এই গাছে গুরুত্ব রয়েছে।

1 / 8
অনেকেই মনে করেন, বাস্তুমতে মানিপ্ল্যান্ট অর্থভাগ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ। তবে বাড়িতে থাকলেও এই গাছের বিশেষ কোনও ফল পান অনেকেই।

অনেকেই মনে করেন, বাস্তুমতে মানিপ্ল্যান্ট অর্থভাগ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গাছ। তবে বাড়িতে থাকলেও এই গাছের বিশেষ কোনও ফল পান অনেকেই।

2 / 8
বাড়ির কোন কোণে মানি প্ল্যান্ট রাখলে উপকার পাওয়া যায়, তা অনেকেরই অজানা।

বাড়ির কোন কোণে মানি প্ল্যান্ট রাখলে উপকার পাওয়া যায়, তা অনেকেরই অজানা।

3 / 8
বাস্তুশাস্ত্রে, সব কিছুর জন্য একটি দিক নির্ধারণ করা থাকে। একইভাবে মানি প্ল্যান্ট প্ল্যান্ট রাখারও সঠিক ও নির্দিষ্ট একটি দিক উল্লেখ করা হয়েছে।  বাস্তু মতে, কখনই উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত নয়।

বাস্তুশাস্ত্রে, সব কিছুর জন্য একটি দিক নির্ধারণ করা থাকে। একইভাবে মানি প্ল্যান্ট প্ল্যান্ট রাখারও সঠিক ও নির্দিষ্ট একটি দিক উল্লেখ করা হয়েছে। বাস্তু মতে, কখনই উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত নয়।

4 / 8
উত্তরদিকে রাখলে বাড়ির সদস্যদের আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়।  এর বদলে মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। এই দিকটিকে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়। এছাড়া এই শুভ দিকে মানি প্ল্যান্ট রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

উত্তরদিকে রাখলে বাড়ির সদস্যদের আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। এর বদলে মানি প্ল্যান্ট সবসময় দক্ষিণ-পূর্ব দিকে লাগাতে হবে। এই দিকটিকে ভগবান গণেশের দিক বলে মনে করা হয়। এছাড়া এই শুভ দিকে মানি প্ল্যান্ট রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

5 / 8
দক্ষিণ-পূর্ব কোণকে বলা হয় অগ্নিকোণ। এইদিকেই রয়েছে শুক্র গ্রহের অবস্থান। এই কোণে বাস করেন দেবী লক্ষ্মীও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ-পূর্ব কোণে রান্নাঘর থাকলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়।

দক্ষিণ-পূর্ব কোণকে বলা হয় অগ্নিকোণ। এইদিকেই রয়েছে শুক্র গ্রহের অবস্থান। এই কোণে বাস করেন দেবী লক্ষ্মীও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, দক্ষিণ-পূর্ব কোণে রান্নাঘর থাকলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়।

6 / 8
মনে করা হয়, মানি প্ল্যান্টের গাছ বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে আশীর্বাদ বর্ষিত হতে শুরু করে। তাই এই গাছটি লাগানোর সময় সবসময় মনে রাখবেন এর লতা যেন কখনওই মাটিতে না স্পর্শ করে। মানি প্ল্যান্টের লতা সবসময় উপরের দিকে যেতে হবে।

মনে করা হয়, মানি প্ল্যান্টের গাছ বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে আশীর্বাদ বর্ষিত হতে শুরু করে। তাই এই গাছটি লাগানোর সময় সবসময় মনে রাখবেন এর লতা যেন কখনওই মাটিতে না স্পর্শ করে। মানি প্ল্যান্টের লতা সবসময় উপরের দিকে যেতে হবে।

7 / 8
ঘরে আশীর্বাদ বজায় রাখতে মানি প্ল্যান্ট গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। মানি প্ল্যান্ট গাছকে কখনওই শুকাতে দেবেন না। এর পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। কারণ শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্যের প্রতীক।

ঘরে আশীর্বাদ বজায় রাখতে মানি প্ল্যান্ট গাছের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। মানি প্ল্যান্ট গাছকে কখনওই শুকাতে দেবেন না। এর পাতা শুকিয়ে গেলে বা হলুদ হয়ে গেলে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। কারণ শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্যের প্রতীক।

8 / 8
Follow Us: