FIFA World Cup 2022: হাকিমিদের স্বাগত জানাতে মরক্কোর রাজপথে জনজোয়ার

প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে যদিও স্বপ্নভঙ্গ হয় আশরাফ হাকিমিদের। দেশে ফেরার পর, ইতিহাস গড়া মরক্কোর ফুটবলারদের জন্য রীতিমতো মহোৎসব হয়েছে। হুডখোলা লাল বাসে ঘুরেছেন হাকিম জিয়েচরা।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 5:31 PM
কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো (Morocco)। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে খেলে ইতিহাসের পাতায় নাম তুলেছেন হাকিম জিয়েচরা। কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে হেরে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড় থেকে ছিটকে যায় মরক্কো। কিন্তু বিশ্বমঞ্চে তাঁদের এই সাফল্য বেশ নজরকাড়া। (ছবি-টুইটার)

কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো (Morocco)। প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ চারে খেলে ইতিহাসের পাতায় নাম তুলেছেন হাকিম জিয়েচরা। কিলিয়ান এমবাপের ফ্রান্সের কাছে হেরে যদিও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড় থেকে ছিটকে যায় মরক্কো। কিন্তু বিশ্বমঞ্চে তাঁদের এই সাফল্য বেশ নজরকাড়া। (ছবি-টুইটার)

1 / 7
দেশে ফেরার পর, ইতিহাস গড়া মরক্কোর ফুটবলারদের জন্য রীতিমতো মহোৎসব হয়েছে। হুডখোলা লাল বাসে করে ঘুরেছেন হাকিম জিয়েচরা। তাঁদের এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন লাখো লাখো মরোক্কান সমর্থকরা। (ছবি-টুইটার)

দেশে ফেরার পর, ইতিহাস গড়া মরক্কোর ফুটবলারদের জন্য রীতিমতো মহোৎসব হয়েছে। হুডখোলা লাল বাসে করে ঘুরেছেন হাকিম জিয়েচরা। তাঁদের এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন লাখো লাখো মরোক্কান সমর্থকরা। (ছবি-টুইটার)

2 / 7
এ বারের বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছে মরক্কো। অ্যাটলাস লায়ন্সরা লাল রংয়ের হুডখোলা বাসে দেশের ফুটবলপ্রেমীদের সাদর অভ্যর্থনা পেয়েছে। (ছবি-টুইটার)

এ বারের বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছে মরক্কো। অ্যাটলাস লায়ন্সরা লাল রংয়ের হুডখোলা বাসে দেশের ফুটবলপ্রেমীদের সাদর অভ্যর্থনা পেয়েছে। (ছবি-টুইটার)

3 / 7
হাকিমিদের বিমান মরক্কোতে পৌঁছনোর পর, সেখানকার রাজধানী রাবাতের রাজপথের ভিড় ছিল দেখার মতো। লাল আতসবাজি, স্লোগান এবং পতাকা নিয়ে হাজার হাজার মরোক্কান দেশের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিল। (ছবি-টুইটার)

হাকিমিদের বিমান মরক্কোতে পৌঁছনোর পর, সেখানকার রাজধানী রাবাতের রাজপথের ভিড় ছিল দেখার মতো। লাল আতসবাজি, স্লোগান এবং পতাকা নিয়ে হাজার হাজার মরোক্কান দেশের ফুটবলারদের শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিল। (ছবি-টুইটার)

4 / 7
মরক্কোর ফুটবলাররা এ বারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে। জিয়েচদের এই পারফরম্যান্স আফ্রিকান এবং আরব ফুটবলে নতুন শক্তি সঞ্চার করেছে। (ছবি-টুইটার)

মরক্কোর ফুটবলাররা এ বারের বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছে। জিয়েচদের এই পারফরম্যান্স আফ্রিকান এবং আরব ফুটবলে নতুন শক্তি সঞ্চার করেছে। (ছবি-টুইটার)

5 / 7
মরক্কোর জনগন তাদের দেশের ফুটবলারদের স্বাগত জানাতে রীতিমতো গর্জন করেছে। রাবাতের জনপথে আট থেকে আশি জড়ো হয়েছিল এক বার দেশের হিরোদের সামনে থেকে দেখার জন্য। (ছবি-টুইটার)

মরক্কোর জনগন তাদের দেশের ফুটবলারদের স্বাগত জানাতে রীতিমতো গর্জন করেছে। রাবাতের জনপথে আট থেকে আশি জড়ো হয়েছিল এক বার দেশের হিরোদের সামনে থেকে দেখার জন্য। (ছবি-টুইটার)

6 / 7
 মরক্কোর ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে হাজির হয়েছিলেন মরক্কোর রাজার কাছে। মায়েদের উপস্থিতিতে মরোক্কান ফুটবলারদের দেশের সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে। (ছবি-টুইটার)

মরক্কোর ফুটবলাররা তাঁদের মায়েদের সঙ্গে হাজির হয়েছিলেন মরক্কোর রাজার কাছে। মায়েদের উপস্থিতিতে মরোক্কান ফুটবলারদের দেশের সর্বোচ্চ সম্মান জানানো হয়েছে। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us: