TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jan 05, 2023 | 11:50 AM
দক্ষিণী ছবি কেজিএফ ২-কে পিছনে ফেলে এগিয়ে গেল শাহরুখ খান অভিনীত ছবি। সিনে বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সুখবর। যেখানে স্পষ্ট দেখা গেল হিন্দি ছবির প্রথম দিনে টিকিট বিক্রির নিরিখে ভারতে দ্বিতীয় স্থানে পাঠান।
রণবীর সিং- রণবীর সিংকে ব্যক্তিগত পার্টিতে যদি বিশেষ অতিথি হিসেবে আনতে চান, তবে সেক্ষেত্রে পারিশ্রমিক দিতে হয় ১ কোটি টাকা।
সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ একে অন্যের পাশে ছিলেন বেশ মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই জুটির সমীকরণ ভক্তদের মনে বেশ পছন্দের।
তবে বিয়ে নিয়ে একাধিক জল্পনা সত্ত্বেও দুই স্টার এই মর্মে এখনও মুখ খোলেননি। যদিও বিয়ের কোনও খবরই চাপা থাকছে না। একবার বিচ্ছেদের পরই সম্পর্কে ফিরে মুখে কুলুপ।
রাজকুমার-জাহ্নবী- রাজকুমার ও জাহ্নবী কাপুর জুটি আবারও ফিরছে পর্দায়। এই জুটির ছবি মিস্টার এন্ড মিসেস মাহি মুক্তি পেতে চলেছে পর্দায়।