Vikat Wedding: ভিকি-ক্যাটের শুভ পরিণয়! একুশের শেষপাতে যে ভাবে জল্পনা ‘উড়িয়ে’ দিলেন যুগলে
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Dec 29, 2021 | 1:15 PM
Katrina Kaif Vicky Kaushal Wedding: কবে তাঁরা প্রেম করলেন কবেই বা একে অপরকে পর্রেম-প্রস্তাব দিলেন তা ঘুনাক্ষরেও টের পায়নি কাকপক্ষীতে। কিন্তু তাঁরা চুটিয়ে প্রেম করেছেন, ঘুরতে গিয়েছেন, শেষপাতে চমকে দেওয়ার মত রাজরীয় বিয়ের আয়োজনও করেছেন। রাজস্থানের প্রাচীন সেই দুর্গ থেকে লাল লেহঙ্গা অফ হোয়াইট শেরওয়ানিতে নবদম্পতির ছবি দেখে নেটিজে়নদের প্রশ্ন ছিল একটাই- 'সত্যিই বিয়ে হয়ে গেল'?
1 / 9
এক দেখাতেই বিয়ে-প্রেম করলেন চুটিয়ে। একসঙ্গে হিল্লি-দিল্লিও করে বেড়ালেন। একসঙ্গে থাকলেন। উড়িয়ে দিলেন প্রেম-বিয়ের জল্পনা। অবশেষে এক্কেবারে রাজকীয় কায়দায় সম্পর্কে পাকাপাকি শিলমোহর দিলেন। কিন্তু সেখানেও চূড়ান্ত গোপনীয়তা। সযত্নে তৈরি নিজেদের ঘেরাটোপ থেকে কোনও মতেই বেরোতে চাইতেন না তাঁরা। তবুও কখনও জিম থেকে বেরনোর সময় কখনও বা একসঙ্গে ঘুরতে গিয়ে পাপারাৎজিদের ক্যামেরা বন্দি হতেন তাঁরা।
2 / 9
স্পিকটি নট- ব্যাস...এই পর্যন্তই। কিন্তু কোনওদিনই নিজেদের প্রেম নিয়ে টুঁ শব্দটিও করেননি। মিডিয়া বারংবার তাঁদের সম্পর্ক থেকে বিয়ে- সূত্র খোঁজার চেষ্টা করেছে। ওদিক থেকে স্পিকটি নট। কোভিড কালেও 'সংক্রমণের' ছোঁয়া লাগতে দেননি সম্পর্কে।
3 / 9
প্রেম ডট কম- ব্রিটিশ নাগরিক ক্যাটরিনার বলিউড সফর নয় নয় করেও ১৮-তে পা রেখেছে। জন্ম হংকং-এ। কিন্তু বেড়ে ওঠা ইংল্যান্ডে। ১৪ বছর বয়সে একটি বিজ্ঞাপনী ছবিতে প্রথম কাজ করেন তিনি। মডেল হিসেবে দেখা গিয়েছে লন্ডন ফ্যাশন উইকেও। ২০০৩ সালে কাইজাদ গুস্তাদ প্রথম ক্যাটরিনাকে সুযোগ দেন বুম ছবিতে। তবে হিন্দিতে স্বাচ্ছন্দ্য না থাকায় অনেক প্রযোজকই ক্যাটরিনার সঙ্গে চুক্তিতে যেতে চাইছিলেন না। ২০০৫- সালে সরকার ছবিতে প্রাথমিক সাফল্য পান ক্যাট। এই ছবিতে অভিষেক বচ্চনের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই বছরেই 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া' ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি।
4 / 9
হামারি আধুরি কাহানি-২০০৭-সালে ক্যাটরিনা প্রথম বাণিজ্যিক সাফল্যের মুখ দেখেন। সৌজন্যে- নমস্তে লন্ডন। এখানেও ক্যাটরিনা জুটি বাঁধেন অক্ষয় কুমারের সঙ্গে। এরপর পার্টনার আর ওয়েলকাম দুটো ছবিই ছিল সুপার-ডুপার হিট। বাণিজ্যিক সাফল্যে উপচে পড়েছিল বক্স অফিস। ২০০৯- সালে নিউ ইয়র্ক ছবিতে অভিনয় করেন জন আব্রাহামের সঙ্গে। এই ছবিটিও বাণিজ্যিক ভাবে ভীষণ সফল ছিল। ব্রিটিশ সুন্দরী ক্যাট থেকে ক্যাটরিনা কাইফ হয়ে ওঠার জার্নি শুরু হয় এখান থেকেই।
5 / 9
প্রেম নিয়ে নো ছেলেখেলা- বরাবরই সিরিয়াস প্রেমের সম্পর্কে যেতে চেয়েছেন ক্যাটরিনা। কিন্তু ভাগ্য তাঁর সহায় হয়নি। ২০০৬-২০০৯ সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। করণ জোহরের 'কফি উইথ করণ'- চ্যাট শোতে অতিথি হয়ে এসেছিলেন ক্যাটরিনা। সেখানেই সলমনের সঙ্গে প্রেম প্রসঙ্গে তিনি বলেন, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে আজও প্রথম প্রেমিককে ভুলতে পারেননি ক্যাট। প্রেম ভেঙে গেলেও অটুট সলমন-ক্যাটের বন্ধুত্ব। এমনকী সলমনের জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। একে অপরকে পরিবার বলতেই পছন্দ করতেন তাঁরা।
6 / 9
ক্যাটের কৌশল- এরপর ক্যাটরিনার জীবনে আসেন রণবীর কাপুর। রণবীরের সঙ্গে প্রেম নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন ক্যাট। সম্পর্ক নিয়েও খুব সিরিয়াস ছিলেন। একসঙ্গেই থাকতেন রণবীর-ক্যাটরিনা। সকলেই ভেবেছিলেন এই জুটি ছাদনাতলা পর্যন্ত টিকে যাবে। হয়তো ক্যাটও তাই ভেবেছিলেন। কিন্তু তিন-চার বছর প্রেম করার পর সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন রণবীর। ক্যাটের অভিযোগ- আবারও তিনি প্রতারণার শিকার। তবে এরপর থেকে প্রেম-সম্পর্ক এক প্রকার এড়িয়ে চলতেই শুরু করেন তিনি। বরং অনেক বেশি মন দেন নিজের কাজে। সমাজসেবামূলক বিভিন্ন কাজেও অংশ নিতে দেখা যায় তাঁকে। বেশ কিছু সাক্ষাৎকারে তিনি নিজেই যেমন জানিয়েছিলেন জীবনে আর কোনওদিন প্রেমে পড়বেন কিনা তা তিনি নিজেও জানেন না।
7 / 9
প্রেমে পড়া বারণ নয়- ভিকি-ক্যাটরিনা কোনও দিন একসঙ্গে কাজ করেননি। ক্যাটরিনার তুলনায় ভিকি বলিউডে নবাগত। কিন্তু তাঁদের আলাপ-প্রেম এসব কী ভাবে হল? বলিউডের গুঞ্জন, করণ জোহরের অনুষ্ঠানের একটি পর্বে ভিকির প্রতি ভাললাগা প্রকাশ করেছিলেন সলমন খানের প্রাক্তন প্রেমিকা। বলেছিলেন, ভিকির সঙ্গে কাজ করতে চান তিনি। ক্যাটরিনার ভাবনায়, পর্দায় ভিকি তাঁর সঙ্গে ‘মানানসই’। কিন্তু ক্যাটরিনার সেই মন্তব্য মনে রাখেননি তেমন কেউই। তখনই ঘটকের কাজ সারলেন করণ। আয়ুষ্মান খুরানার সঙ্গে ভিকি যখন আসেন করণের সেটে, তখন ক্যাটরিনার বার্তা তিনিই পৌঁছে দিয়েছিলেন ভিকিকে। ক্যাট সুন্দরীর প্রতি বরাবরই একটা আকষর্ণ ছিল ভিকির। আর এই খবর পেয়ে তো কয়েক পাক নেচেই নিয়েছিলেন উরির-নায়ক।
8 / 9
দেখা হল দুজনায়-এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন ‘উরি’র নায়ক। মঞ্চে ক্যাটরিনাকে ডেকেই ফিল্মি কায়দায় গান গেয়ে প্রশ্ন করেন ‘মুঝসে শাদি করোগি?’ ঘটনাচক্রে যে গান গেয়ে ভিকি ক্যাটরিনার মন জয়ের চেষ্টায় ছিলেন, সে গানটিও নায়িকার প্রাক্তন প্রেমিক সলমন খানের ছবির। শুধু গানেই নয়, সেই সময় সেই স্থানেও উপস্থিত ছিলেন সলমন। সেদিন প্রাক্ত প্রেমিকা আর তাঁর হবু বয়ফ্রেন্ডের খুনসুটি দেখে মুচকি হাসা ছাড়া সলমনের আর কোনও উপায় ছিল না।
9 / 9
তুমি কি 'আমার' হবে- প্রেম প্রস্তাব প্রকাশ্যে হলেও সম্পর্কটাকে সযত্নে আড়াল করে রেখেছিলেন তাঁরা। কাউকে কিছুই টের পেতে দেননি। এমনও শোনা গিয়েছে প্রেমের কয়েক মাসের মধ্যেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকি। কিন্তু তা এড়িয়ে গিয়েছিলেন ক্যাট। দুবার প্রেমে দাগা খাওয়ার পর সম্পর্ক থেকে দূরে থাকতে চাইতেন তিনি। ভিকিকে হ্যাঁ বলার আগে একটি গোপন শর্তও রেখেছিলেন। আর সেই শর্তে ভিকি রাজি হতে তবেই বিয়ের পিঁড়িতে বসেন ক্যাট। চুপিসাড়ে আয়োজন হয় বিবাহ অনুষ্ঠানের। রাজস্থানের বারওয়ারা ফোর্টে লাল লেহেঙ্গায় সেজে ভিকির গলায় বরমাল্য পরিয়ে দেন ক্যাটরিনা। চার হাত এক হল। ৯ ডিসেম্বর রূপকথার সেই রাতেই নতুন পথচলা শুরু হল ভিক্যাটের