Most Expensive Trophies: ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে দামি ট্রফি, ক্রিকেট রয়েছে?
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Jan 27, 2023 | 10:11 AM
বিশ্বের বেশিরভাগ খেলাই জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলা হয়। যে দল জেতে তাদের হাতে তুলে দেওয়া হয় ঝকঝকে ট্রফি। হেরে যাওয়া দল পায় রানার্স ট্রফি। সেটা ফুটবল, হকি বা ক্রিকেট যাই খেলা হোক। কিছু কিছু টুর্নামেন্টের ট্রফি আবার শিরোনামে থাকে ডিজাইন ও মূল্যের দিক থেকে। সেরকমই কিছু ট্রফির উদারহণ রইল এখানে।
Jan 27, 2023 | 10:11 AM
ফিফা বিশ্বকাপ: বিশ্বের সবচেয়ে দামি ট্রফিটি হল ফিফা বিশ্বকাপের। বর্তমানে ভারতীয় মুদ্রায় যার দাম ১৫১ কোটি টাকা। ১৯৭৪ সালে এই ট্রফির উপর ১৮ ক্যারাটের সোনার দুটো লেয়ার দেওয়া হয়। ৩৬.৫ সেন্টিমিটার ট্রফিটির ওজন ৬ কিলোর মতো। (ছবি:টুইটার)
1 / 8
উডল্যান ভাস ট্রফি:বিশ্বের দ্বিতীয় দামি ট্রফি। দাম ১৮ কোটি টাকার কাছাকাছি। ঘোড়সওয়ারিদের প্রতিযোগিতায় এই ট্রফি দেওয়া হয়। পুরোটাই রুপোর এই ট্রফি তৈরি হয়েছিল ১৮৬০ সালে। উচ্চতা ৯১ সেন্টিমিটার এবং ওজন ১৩.৬ কিলো।(ছবি:টুইটার)
2 / 8
বুর্গ ওয়ার্নার ট্রফি: বিশ্বের সবচেয়ে দামি ট্রফির মধ্যে তৃতীয়। যার মূল্য ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকা। ট্রফিটি অটো রেসিং কার প্রতিযোগিতা ইন্ডিয়ানোপোলিসে দেওয়া হয়। ১৬৩ সেন্টিমিটার ট্রফিটি রুপোর তৈরি। ওজন ৮ কিলোর মতো। (ছবি:টুইটার)
3 / 8
চ্যাম্পিন্স লিগ ট্রফি: বিশ্বের চতুর্থ দামি ট্রফি। মূল্য ৭ কোটির কাছাকাছি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন আছে কি?(ছবি:টুইটার)
4 / 8
স্ট্যানলে কাপ: ক্রীড়াজগতের পঞ্চম দামি ট্রফি। ভারতীয় মুদ্রায় এর মূল্য ৫ কোটি টাকা। আইস হকি প্রতিযোগিতায় জয়ীদের এই ট্রফি দেওয়া হয়। ১৮৯২ সালে তৈরি ট্রফিটির ওজন ১৬ কিলোর কাছাকাছি। ৯০ সেন্টিমিটারের বেশি উঁচু।(ছবি:টুইটার)
5 / 8
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি: ওডিআই বিশ্বকাপ ট্রফিটি ১১ কিলোগ্রাম ওজনের। সোনা ও রুপো দুটোই রয়েছে। উচ্চতা ৬০ সেন্টিমিটার। ১৯৯৯ সালে প্রথমবার ট্রফিটি তৈরি করা হয়। আসল ট্রফি আইসিসির কাছে থাকে। বিজয়ী দল পায় রেপ্লিকা ট্রফি।(ছবি:টুইটার)
6 / 8
ভিন্স লোম্বার্ডি ট্রফি: আমেরিকান ফুটবলের এই ট্রফির মূল্য ৫০ হাজার ডলার। উচ্চতা ৫৬ সেন্টিমিটার এবং ওজন ৩.২ কেজি। সলিড রুপো দিয়ে তৈরি এই ট্রফি।(ছবি:টুইটার)
7 / 8
এফএ কাপ: এফএ কাপ ফুটবল ট্রফিটির মূল্য ১.১৮ মিলিয়ন ডলার। উচ্চতা ৬১.৫ সেন্টিমিটার এবং ওজন ৬.৩ কেজি। এটিও সলিড রুপো দিয়ে তৈরি।(ছবি:টুইটার)