TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 24, 2022 | 11:18 AM
সলমন-ক্যাটরিনা- সলমন খান ও ক্যাটরিনা কইফ, এই জুটি এক কথায় বলিউডের বেশ পছন্দের। জুটির শেষ মুক্তি পাওয়া ছবি ভারত বক্স অফিসে ছিল হিট। এখন আগামী ছবি টাইগার থ্রি ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।
কার্তিক-কিয়ারা- কার্তিক ও কিয়ারা একটি মাত্র ছবিতেই বাজিমাত করেছেন। ছবির সেটেই নাকি গোপনে বাড়ছিল প্রেম। যার প্রভাব পড়ে সিদ্ধার্থ ও কিয়ারার সম্পর্কের মাঝেও। যদিও সেই জল্পনা এখন অতীত, কিয়ারা কার্তিক এখন আগামী ছবি সত্য প্রেম কি কথা ছবির কাজে ব্যস্ত।
শাহরুখ দীপিকা-দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান বেশকিছু হিট ছবি বক্স অফিসে উপহার দিয়েছেন। সেই জুটির আগামী ছবি পাঠান এখন সকলের লক্ষ্যের কেন্দ্রে। কিং খানের কামব্যাক বলে কথা।
রণবীর-আলিয়া- রণবীর সিং ও আলিয়া ভাটের একটি ছবিই দর্শকদের মনে দাগ কেটে যায় গল্লি বয়। সেই ছবির জুটি ফিরছে রকি ও রানি কি প্রেম কাহিনি নিয়ে। অপেক্ষায় দিনগুনছে ভক্তমহল।
অজয়-টাব্বু- কখনও হাসির প্লট, কখনও রোম্যান্স কখনও আবার টানটান উত্তেজনা, টাব্বু ও অজয় দেবগণ জুটি মানেই হিট ছবি। আবারও ফিরছেন তাঁরা একি ফ্রেম নিয়ে দৃশ্যম ২।