TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 31, 2022 | 11:09 AM
মৌনী রায় প্রথম থেকেই তাঁর লুক ঘিরে বারে বারে চর্চিত ভক্তমহলে। নাগিন ধারাবাহিক থেকেই মৌনীকে ঘিরে সিনে পাড়ায় জল্পনা তুঙ্গে। তাঁর লুক থেকে শুরু করে পারফেকট ফিগারই যেন এক কথায় তাক লাগায় ভক্তদের।
তবে এই শরীরী ভাঁজে যে সর্বদাই তিনি প্রশংসিত এমনটা নন। বারে বারে তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। একবার তাঁর কোমড়ের সাইজ সামনে আসতেই ওঠে প্রশ্ন।
নেটপাড়া স্পষ্টই জানিয়েছিল, কিছু খাওয়ার কথা। নয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। যদিও মৌনীর এই লুক কম বেশি সকলেরই পছন্দ। এবারও তাঁর ব্যতিক্মম হল না।
সম্প্রতি বিদেশ ট্রিপ থেকে ভাইরাল মৌনী রায়। সেকান থেকেই বিকিনি লুকে ছবি শেয়ার করতেই নেটপাড়ার প্রশ্ন- ঠিক যেন অ্যানিমেটেড পাবজি গার্ল। শরীরী ভাঁজে এমনই লাগে এদিন মৌনীকে।
ঝড়ের গতিতে ভাইরাল এই ছবি। যদিও মৌনীর ক্ষেত্রে বিশেষত্ব তাঁর এই পারফেক্ট ফিগার লুকই। চলতি বছর দুটি আইটেমডান্সে নজর কাড়েন সেলেব। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।
বিয়ের পিঁড়িতে বসেও বলিউড বিমুখ নন তিনি। কম বেশি কাজ করে চলেছেন সেলেব। দক্ষিণভারত থেকেও তাঁর ডাক কম আসছে না।