Mouni Roy Engagement: বিয়ে করতে চলেছেন মৌনি রায়, দিনক্ষণও প্রায় পাকা হয়ে গেছে…

বলিউড জুড়ে এখন বিয়ের সানাই। একের পর বিগ ফ্যাট ওয়েডিং, করোনার পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই বিয়ের লাইন লেগেছে। ভিক্যাট বিয়ের চর্চা যখন তুঙ্গ, তখন বড়সড় আপটেড হল এই বঙ্গ সুন্দরীর বিয়ে নিয়েও।

| Edited By: | Updated on: Dec 01, 2021 | 10:52 AM
হিন্দি টেলিভিশনের অতি পরিচিত নাম কোচবিহারের এই মেয়ে। মৌনি ছোট পর্দার পার্বতী হিসাবে দর্শকদের মন জয় করেছেন। নাগিন সিরিয়ালেও তাঁর অভিনয় জনপ্রিয়তা কুড়িয়েছে। গোল্ড ছবিতে অক্ষয় কুমারের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুচর্চিত প্রোজেক্ট ব্রহ্মাস্থ।

হিন্দি টেলিভিশনের অতি পরিচিত নাম কোচবিহারের এই মেয়ে। মৌনি ছোট পর্দার পার্বতী হিসাবে দর্শকদের মন জয় করেছেন। নাগিন সিরিয়ালেও তাঁর অভিনয় জনপ্রিয়তা কুড়িয়েছে। গোল্ড ছবিতে অক্ষয় কুমারের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুচর্চিত প্রোজেক্ট ব্রহ্মাস্থ।

1 / 5
লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। মাস কয়েক আগেই মৌনির প্রিয় বান্ধবী অভিনেত্রী মন্দিরা বেদীর-র বাড়িতে বসেই সূরজের মা-বাবার সঙ্গে পাকা কথা বলেন মৌনির মা।

লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাঁদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। মাস কয়েক আগেই মৌনির প্রিয় বান্ধবী অভিনেত্রী মন্দিরা বেদীর-র বাড়িতে বসেই সূরজের মা-বাবার সঙ্গে পাকা কথা বলেন মৌনির মা।

2 / 5
জানা গিয়েছে, বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠরা। পরবর্তীকালে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আলাদা করে পার্টি থ্রো করবেন তাঁরা।

জানা গিয়েছে, বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র নিকট আত্মীয় এবং ঘনিষ্ঠরা। পরবর্তীকালে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং সহকর্মীদের নিয়ে আলাদা করে পার্টি থ্রো করবেন তাঁরা।

3 / 5
২০২২ সালের জানুয়ারি মাসে দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সূরজ নামিবিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মৌনি রায়, তেমনটা অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল। এবার সামনে চলে এল বিয়ের তারিখও।

২০২২ সালের জানুয়ারি মাসে দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সূরজ নামিবিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন মৌনি রায়, তেমনটা অক্টোবরের শুরুতেই জানা গিয়েছিল। এবার সামনে চলে এল বিয়ের তারিখও।

4 / 5
আগামী ২৭শে জানুয়ারি বসবে মৌনির বিয়ের আসর। ২৬ই জানুয়ারি থাকছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। ডেস্টিনেশন ওয়েডিং সারবেন নায়িকা। বিয়ের ভেন্যু হিসাবে ইতালি বা দুবাইকে বেছে নেবেন তিনি।

আগামী ২৭শে জানুয়ারি বসবে মৌনির বিয়ের আসর। ২৬ই জানুয়ারি থাকছে প্রি-ওয়েডিং অনুষ্ঠান। ডেস্টিনেশন ওয়েডিং সারবেন নায়িকা। বিয়ের ভেন্যু হিসাবে ইতালি বা দুবাইকে বেছে নেবেন তিনি।

5 / 5
Follow Us: