Bangla News Photo gallery MS Dhoni and Sakshi Singh Dhoni are present to watch IND vs NZ 1st T20 match in Ranchi Stadium
MS Dhoni: স্ত্রীকে পাশে নিয়ে ড্রেসিংরুম থেকে সুন্দর-সূর্যদের লড়াই দেখলেন ধোনি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 02, 2023 | 12:21 PM
IND vs NZ: রাঁচির জেএসসিএ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহর রাঁচিতে প্রথম ম্যাচ থাকায় সস্ত্রীক স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মাহি। যদিও শেষ অবধি ভারত এই ম্যাচে জিততে পারেনি।
1 / 8
ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) তিন ম্যাচের টি২০ (T20) সিরিজ শুরু হয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) শহর রাঁচিতে। হার দিয়ে কিউয়িদের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু করল হার্দিক পান্ডিয়ার ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)
2 / 8
রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি২০ ম্যাচ থাকায় ম্যাচের আগে ভারতের ড্রেসিংরুমে মেন ইন ব্লুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ধোনি। শুধু তাই নয়, ম্যাচের সময় ধোনি মাঠেও এসেছিলেন। (ছবি-বিসিসিআই টুইটার)
3 / 8
মহেন্দ্র সিং ধোনি একা নন, তাঁর সঙ্গে রাঁচির স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে এসেছিলেন তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনিও (Sakshi Singh Dhoni)। (ছবি-বিসিসিআই টুইটার)
4 / 8
রাঁচির জেএসসিএ ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে ধোনির নামে স্ট্যান্ড 'এমএস ধোনি প্যাভিলিয়ন'। মাহিকে ভিআইপি বক্সে দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয় ম্যাচ দেখতে আসা দর্শকরা। (ছবি-বিসিসিআই টুইটার)
5 / 8
ম্যাচের কথা তুলে ধরলে, টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে কিউয়িরা তোলে ১৭৬ রান। (ছবি-পিটিআই)
6 / 8
ভারতের সামনে টার্গেট ছিল ১৭৭। বল হাতে প্রথমে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট (২টি) নেন ওয়াশিংটন সুন্দর। (ছবি-বিসিসিআই টুইটার)
7 / 8
তারপর ব্যাট হাতেও অনবদ্য খেলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ২৮ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন তিনি। তাঁর হাফসেঞ্চুরির এই ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছয়। (ছবি-বিসিসিআই টুইটার)
8 / 8
ওয়াশিংটন সুন্দর ছাড়া ভারতের হয়ে লড়াই করেন সূর্যকুমার যাদব। তিনি ৩৪ বলে ৪৭ রান করে যান। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৫৫ রান। ফলে ২১ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। (ছবি-পিটিআই)