ফুটবল, ক্রিকেট, টেনিস কিংবা বাস্কেটবল... এই সকল ম্যাচ দেখতে দেখতে স্টেডিয়ামে হাজির দর্শকরা কিছু খাওয়া পছন্দ করেন। আরও ভালো করে বললে, কিছু খেতে খেতে ম্যাচের মজা নেন অনেক দর্শক। (ছবি-টুইটার)
এই খাওয়ার চক্করে যে এক বাস্কেটবল (Basketball) ম্যাচে অবাক কাণ্ড ঘটবে, তা হয়তো কেউ কল্পনা করেনি। (ছবি-টুইটার)
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এক বাস্কেটবল ম্যাচ চলাকালীন কোর্টের মধ্যে খাবার হাতে ঢুকে পড়েন এক ফুড ডেলিভারি বয়। (ছবি-টুইটার)
ডুকেসনে এবং লয়োলা শিকাগোর মধ্যে বাস্কেটবল ম্যাচ চলাকালীন ম্যাচের এক ফুড ডেলিভারি বয় খাবারের প্যাকেট ডেলিভারি করার জন্য হাজির হন স্টেডিয়ামে। (ছবি-টুইটার)
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে ওই খাবার ডেলিভারি বয়কে দেখা যায়, ম্যাকডোনাল্ডের খাবারের প্যাকেট হাতে নিয়ে স্টেডিয়ামের ওপর দিকে উঠতে। (ছবি-টুইটার)
তিনি ইশারা করে খাবারের প্যাকেটটি উঁচুতে তুলে ধরে অনেককেই জিজ্ঞাসা করতে থাকেন, সেটি কে অর্ডার করেছেন। (ছবি-টুইটার)
লোকেশন অনুযায়ী ওই ফুড ডেলিভারি বয়টি খাবার নিয়ে হাজির হন স্টেডিয়ামে। কিন্তু তারপর তিনি কে খাবার অর্ডার করেছেন তাঁকে খুঁজে পাননি। (ছবি-টুইটার)
খাবার ডেলিভারি দেওয়ার জন্য এর পর খুঁজতে খুঁজতে বাস্কেটবল কোর্টেই ঢুকে পড়েন ওই ডেলিভারি বয়টি। টুইটারে যিনি এই ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি স্টেডিয়ামে হাজির ছিলেন। তিনি জানান, প্রায় ১০ মিনিট ধরে খোঁজাখুজির পর ওই ডেলিভারি বয়টি খাবারটি তুলে দেন অর্ডার দেওয়া ব্যক্তির হাতে। (ছবি-টুইটার)