MS Dhoni: সাক্ষী অতীত? ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ধোনি!

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jan 30, 2023 | 7:59 PM

স্ত্রী সাক্ষী সিং ধোনির সঙ্গে সম্পর্কে কি ফাটল ধরেছে? স্ত্রীর সঙ্গে আর একছাদের তলায় থাকতে চান না মহেন্দ্র সিং ধোনি! নাহলে বিয়ের এত বছর পর ফের একবার বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে প্রকাশ কেন করবেন মাহি?

1 / 8
ভারতের ক্রিকেট জগতের অন্যতম মিষ্টি কাপল বলে ধরা হয় মাহি ও সাক্ষীকে। এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। ধোনি বরাবর মুখচোরা হলেও সাক্ষী তার উল্টো। এটাই বোধহয় তাঁদের সম্পর্কের ইউএসপি। (ছবি:ইনস্টাগ্রাম)

ভারতের ক্রিকেট জগতের অন্যতম মিষ্টি কাপল বলে ধরা হয় মাহি ও সাক্ষীকে। এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। ধোনি বরাবর মুখচোরা হলেও সাক্ষী তার উল্টো। এটাই বোধহয় তাঁদের সম্পর্কের ইউএসপি। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
সেই ধোনিই অনুরাগীদের চিন্তায় ফেলে দিলেন। এমন পরিবার থাকা সত্ত্বেও মাহি যখন ইনস্টাগ্রামে লেখেন, "চলো বিয়েটা করেই ফেলি" তখন ফ্যানদের চিন্তা হয় বইকি। (ছবি:ইনস্টাগ্রাম)

সেই ধোনিই অনুরাগীদের চিন্তায় ফেলে দিলেন। এমন পরিবার থাকা সত্ত্বেও মাহি যখন ইনস্টাগ্রামে লেখেন, "চলো বিয়েটা করেই ফেলি" তখন ফ্যানদের চিন্তা হয় বইকি। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
সাক্ষীর সঙ্গে তাহলে কি সম্পর্কে ফাটল ধরেছে? নাহ্, এতটা চিন্তার প্রয়োজন নেই। কারণ মাহি ও সাক্ষী মেড ফর ইচ আদার। (ছবি:ইনস্টাগ্রাম)

সাক্ষীর সঙ্গে তাহলে কি সম্পর্কে ফাটল ধরেছে? নাহ্, এতটা চিন্তার প্রয়োজন নেই। কারণ মাহি ও সাক্ষী মেড ফর ইচ আদার। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
ব্যাপারটা হল,  নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণী ভাষার প্রতি আলাদা টান ধোনির। তাই তামিল সিনেমা দিয়ে সিনেমার জগতে পা রাখতে চলেছে ধোনির প্রোডাকশন হাউস #Dhoni Entertainment। ছবির নাম 'লেটস গেট ম্যারেড'। (ছবি:ইনস্টাগ্রাম)

ব্যাপারটা হল, নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণী ভাষার প্রতি আলাদা টান ধোনির। তাই তামিল সিনেমা দিয়ে সিনেমার জগতে পা রাখতে চলেছে ধোনির প্রোডাকশন হাউস #Dhoni Entertainment। ছবির নাম 'লেটস গেট ম্যারেড'। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
শুক্রবার ছিল ছবিটির মোশন পোস্টার রিলিজ। ধোনি না থাকলেও উপস্থিত ছিলেন সাক্ষী। ছবির পরিচালনায় রমেশ থামিলমানি। নায়ক, নায়িকার ভূমিকায় রয়েছেন হরিশ কল্যাণ ও ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

শুক্রবার ছিল ছবিটির মোশন পোস্টার রিলিজ। ধোনি না থাকলেও উপস্থিত ছিলেন সাক্ষী। ছবির পরিচালনায় রমেশ থামিলমানি। নায়ক, নায়িকার ভূমিকায় রয়েছেন হরিশ কল্যাণ ও ইভানা। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ছবির মোশন পোস্টার রিলিজে উপস্থিত না থাকলেও শুক্রবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ধোনি। ভিআইপি বক্সে স্ত্রী সাক্ষীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি:টুইটার)

ছবির মোশন পোস্টার রিলিজে উপস্থিত না থাকলেও শুক্রবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ধোনি। ভিআইপি বক্সে স্ত্রী সাক্ষীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি:টুইটার)

7 / 8
ম্যাচের আগের দিন মেন ইন ব্লুর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন ধোনি। হাতে ছিল ডাব।(ছবি:টুইটার)

ম্যাচের আগের দিন মেন ইন ব্লুর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন ধোনি। হাতে ছিল ডাব।(ছবি:টুইটার)

8 / 8
গত বুধবার গোটা ভারতীয় দল ধোনির বাড়িতে আমন্ত্রিত ছিল। হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা ধোনির সঙ্গে ছবিও পোস্ট করেন।(ছবি:টুইটার)

গত বুধবার গোটা ভারতীয় দল ধোনির বাড়িতে আমন্ত্রিত ছিল। হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা ধোনির সঙ্গে ছবিও পোস্ট করেন।(ছবি:টুইটার)

Next Photo Gallery