Bangla News Photo gallery Nabarun Hindu Bengali Cultural Association is all set to celebrate durga puja in Britain Birmingham
Durga Puja 2021: বার্মিংহামের মাটিতে বেজে উঠল আগমনীর সুর! উদ্যোগে নবারুণ
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 12, 2021 | 5:57 PM
যুক্তরাজ্যের মাটিতে এখন বসন্তের বিদায়বেলা। এখানে নেই শরতের আকাশের ভাসা মেঘ, নেই শিউলি ও কাশফুল। তাতেও ব্রিটেনের প্রকৃতি বলে দিচ্ছে 'মা আসছেন'। আর সেই আনন্দেই মেতে উঠল বার্মিংহামের নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশন।
1 / 6
যুক্তরাজ্যের মাটিতে এখন বসন্তের বিদায়বেলা। এখানে নেই শরতের আকাশের ভাসা মেঘ, নেই শিউলি ও কাশফুল। তাতেও ব্রিটেনের প্রকৃতি বলে দিচ্ছে 'মা আসছেন'। আর সেই আনন্দেই মেতে উঠল বার্মিংহামের নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশন।
2 / 6
প্রতিবছরের মত এই বছরও ধুমধাম করে বার্মিংহামের মাটিতে দুর্গোৎসব পালন করছেন নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশনের সদস্যরা। নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশনের উদ্যোক্তারা TV9 বাংলার জন্য এক্সক্লুসিভ ছবি পাঠালেন সরাসরি সেখান থেকেই।
3 / 6
বার্মিংহামের কিংস হেলথ কমিউনিটি সেন্টার হলে অনুষ্ঠিত হল দুর্গোৎসব। আচার-অনুষ্ঠান, নিয়ম মেনে হল মহাষষ্ঠীর পুজো।
4 / 6
১৯৭৬ সালে প্রথম কুমারটুলির নন্দ কুমার পালের হাতের তৈরি প্রতিমা পারি দিয়েছিল বার্মিংহামে। নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশনের উদ্যোক্তারা সেই সময় দুর্গা পুজো প্রচারের জন্য বার্মিংহামের লিড্স্, ম্যানচেস্টার, শেফিল্ডয়ের ওলি গলিতে হ্যান্ডবিল বিলি করেছিলেন। সেই সময় ব্রিটেনের বার্মিংহামের মাটিতে রীতিমতো আলোড়ন ফেলেছিল এই দুর্গা পুজো।
5 / 6
সত্তরের দশকে এই পুজো প্রথম অনুষ্ঠিত হয় সেন্ট এডিন চার্চে। তারপর সেই পুজোর স্থানান্তর ঘটে লক্ষী নারায়ণ মন্দিরে। মহামারির পরে এই বছর পুজো অনুষ্ঠিত হয়েছে কিংস হেলথ কমিউনিটি সেন্টার হলে।
6 / 6
TV9 বাংলাকে নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল এসোসিয়েশন জানিয়েছে যে, সকলকে নিয়ে একসাথে উৎসবের আনন্দে সামিল হওয়াই তাঁদের উদ্দেশ্য। তাঁরা চান প্রবাসে বাঙালিয়ানাকে বজায় রেখে আবারও নতুনভাবে পথ চলতে।