Navy Mock Drill: বঙ্গোপসাগরে কোয়াড ভুক্ত দেশগুলির নৌবাহিনীর মহড়া, দেখে নিন ছবি
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Oct 12, 2021 | 5:45 PM
Mock Drill, এই মহড়ায় সাবমেরিন, হেলিকপ্টার, বিমান বহনকারী জাহাজ, যুদ্ধ জাহাজ অংশগ্রহন করেছিল। আমেরিকা ও ভারতের নৌ সেনা বাহিনীর কমান্ডোরা এই মহড়ার নেতৃত্বে ছিলেন
1 / 5
মঙ্গলবার, ভারত(India), আমেরিকা (USA), জাপান (Japan), অস্ট্রেলিয়ার (Australia) মত কোয়াড গোষ্ঠী (Quad Countries) ভুক্ত দেশ গুলির নৌবাহিনী চলতি বছরে মালাবার নৌমহড়ার (Navy mock drill) দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক শুভ সূচনা করল। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে,এই তিন দিনের মহড়ায় নৌবাহিনী গুলির মধ্যে পারস্পরিক সমন্বয় গড়ে উঠবে এবং দেশ গুলির মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। অগস্ট মাসে এর আগের মহড়াটি হয়েছিল। ছবি টুইটার
2 / 5
প্রশান্ত মহাসাগরের (Pacific Ocean) গুয়াম দ্বীপ সংলগ্ন এলাকায় এর, গত অগাস্টের ২৬ থেকে ২৯ তারিখ অবধি সেনা বাহিনী গুলির মহড়া হয়েছিল। এই মহড়ায় সাবমেরিন, হেলিকপ্টার, বিমান বহনকারী জাহাজ, যুদ্ধ জাহাজ অংশগ্রহন করেছিল। আমেরিকা ও ভারতের নৌ সেনা বাহিনীর কমান্ডোরা এই মহড়ার নেতৃত্বে ছিলেন। ছবি টুইটার
3 / 5
ভারতীয় নৌ সেনার তরফে, আএনএস রণবিজয় (INS Ranvijay), আএনএস সাতপুরা (INS Satpura), পি ৮১ লঙ্গ রেঞ্জ পাট্রোল এয়ারক্র্যাফ্ট আমেরিকার তরফে ছিল ইউএসএস কার্ল ভিনসন, ইউএসএস লেক চ্যাম্পলাইন এবং ইউএসএস স্টকডেল। জাপানের পক্ষ থেকে এই মহড়ায় প্রতিনিধি ছিল জেএস কাগ এবং জেএস মুরাসামে এবং অস্ট্রেলিয়ার থেকে এইচএমএএস বল্লারাত এবং এইচএমএএস সিরিয়াস এই মহড়ায় অংশ নেয়। ছবি টুইটার
4 / 5
মালাবার সিরিজের মহড়া ১৯৯২ সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বার্ষিক দ্বিপাক্ষিক নৌ মহড়া হিসাবে শুরু হয়েছিল। ২০০৫ সালের নৌ মহড়ার সংস্করণে, ভারতীয় এবং মার্কিন নৌবাহিনীর বিমানবাহী ক্যারিয়ারগুলি প্রথমবার একসঙ্গে কাজ করেছিল। ২০১৪ সাল থেকে জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স মহড়ায় স্থায়ীভাবে অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়া গত বছর প্রথমবারের জন্য মহড়ায় যোগ দিয়েছিল। ছবি টুইটার
5 / 5
বিশেষজ্ঞদের মতে কোয়াড ভুক্ত দেশগুলির ঘন ঘন নৌ মহড়া আসলে চিনের (China) উদ্দেশ্যে বার্তা। মহড়াতে অংশ গ্রহনকারী সব কটি দেশের সঙ্গেই চিনের কূটনৈতিক সম্পর্ক খুব ভাল নয়। চিন কোয়াড ভুক্ত দেশগুলির যাবতীয় কার্যকলাপে সবসময় নজর রেখে চলে। এই দেশগুলির পারস্পরিক সম্পর্ক ভাল থাকলে সেটা চিনের জন্য ঝুঁকির কারণ বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ছবি টুইটার