Nandikar-Manush: করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপট সামলে ফের মঞ্চে ‘মানুষ’, চলছে মহড়া
'নান্দীকার' নাট্যদলের নাটক 'মানুষ'। অনেকদিন বন্ধ ছিল শো। কারণ, করোনা ও প্যান্ডেমিক। পরিস্থিতি একটু হলেও সামাল দেওয়া গেছে। হল খুলেছে। তাই নাট্যকর্মীরাও ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের পরিবেশনের কাজে। নান্দীকারের রিহার্সাল রুমে এখন দারুণ ব্যস্ততা। চলছে মহড়া। কবে আসছে 'মানুষ'?
Most Read Stories