Modi Gifts To World Leaders: সুরাটের রুপোর পাত্র থেকে হিমাচলের কিন্নোরী শাল, রাষ্ট্রনেতাদের কী কী উপহার দিলেন নমো?

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 16, 2022 | 8:05 PM

Modi Gifts To World Leaders: জি২০ সম্মেলনের শেষ দিন ছিল আজ। এদিন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতাদের বিভিন্ন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

1 / 8
জি২০ এর দু'দিনের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সম্মেলনের ফাঁকে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সমাপ্তি অনুষ্ঠানে ইন্দোনেশিার প্রেসিডেন্ট জোকো উইডোডো আগামী এক বছরের জন্য জি২০ -র সভাপতিত্ব ভারতের হাতে তুলে দেন। এই সম্মেলনে একাধিক রাষ্ট্রনেতাদের নিজের দেশের কারিগরদের তৈরি হস্তশিল্পের কাজ উপহার দিলেন মোদী।

জি২০ এর দু'দিনের শীর্ষ সম্মেলনে ইন্দোনেশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সম্মেলনের ফাঁকে বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিন সমাপ্তি অনুষ্ঠানে ইন্দোনেশিার প্রেসিডেন্ট জোকো উইডোডো আগামী এক বছরের জন্য জি২০ -র সভাপতিত্ব ভারতের হাতে তুলে দেন। এই সম্মেলনে একাধিক রাষ্ট্রনেতাদের নিজের দেশের কারিগরদের তৈরি হস্তশিল্পের কাজ উপহার দিলেন মোদী।

2 / 8
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনককে মাতা নী পছেড়ি (Mata Ni Pachedi)। গুজরাটের একটি হাতে তৈরি টেক্সটাইল। এটি গুজরাটি শব্দের অর্থ হল, মাতা মানে মাতৃদেবী। 'নী' এর অর্থ 'যার কাছে রয়েছে' এবং 'পছেড়ি' অর্থ পটভূমিকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনককে মাতা নী পছেড়ি (Mata Ni Pachedi)। গুজরাটের একটি হাতে তৈরি টেক্সটাইল। এটি গুজরাটি শব্দের অর্থ হল, মাতা মানে মাতৃদেবী। 'নী' এর অর্থ 'যার কাছে রয়েছে' এবং 'পছেড়ি' অর্থ পটভূমিকা।

3 / 8
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মান্ডি ও কুল্লুর'কানাল ব্রাস সেট' উপহার দিয়েছেন। এটি একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। হিমাচল প্রদেশের মান্ডি ও কুল্লু জেলার দক্ষ কারিগররা এই বাদ্যযন্ত্র বানিয়ে থাকেন। বর্তমানে ঘরের সাজসজ্জার কারণেও এই বাদ্যযন্ত্র ব্যবহার হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মান্ডি ও কুল্লুর'কানাল ব্রাস সেট' উপহার দিয়েছেন। এটি একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। হিমাচল প্রদেশের মান্ডি ও কুল্লু জেলার দক্ষ কারিগররা এই বাদ্যযন্ত্র বানিয়ে থাকেন। বর্তমানে ঘরের সাজসজ্জার কারণেও এই বাদ্যযন্ত্র ব্যবহার হয়।

4 / 8
ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনিকে 'পাটান পাটোলা দুপাট্টা' দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর গুজরাটের পাটান এলাকা  সালভি পরিবার এই পাটান পাটোলা টেক্সটাইল তৈরি করে।

ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনিকে 'পাটান পাটোলা দুপাট্টা' দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর গুজরাটের পাটান এলাকা সালভি পরিবার এই পাটান পাটোলা টেক্সটাইল তৈরি করে।

5 / 8
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ়কে উপহার হিসেবে পিথোরা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাও গুজরাটের উদয়পুরের একটি হস্তশিল্প।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্টনি অ্যালবানিজ়কে উপহার হিসেবে পিথোরা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটাও গুজরাটের উদয়পুরের একটি হস্তশিল্প।

6 / 8
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কাংরা মিনিয়েচার পেইন্টিং উপহার দিয়েছেন। প্রাকৃতিক রং ব্যবহার করে এই ছবি তৈরি হয়। এই হস্তশিল্পটিও হিমাচল প্রদেশের চিত্রশিল্পীদের হাতে তৈরি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কাংরা মিনিয়েচার পেইন্টিং উপহার দিয়েছেন। প্রাকৃতিক রং ব্যবহার করে এই ছবি তৈরি হয়। এই হস্তশিল্পটিও হিমাচল প্রদেশের চিত্রশিল্পীদের হাতে তৈরি।

7 / 8
ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, সিঙ্গপুরের প্রধানমন্ত্রী লি সেই লুং ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজকে গুজরাটের কচ্ছ থেকে 'অ্যাগেট বোল' (Agate Bowl) উপহার দিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, সিঙ্গপুরের প্রধানমন্ত্রী লি সেই লুং ও জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজকে গুজরাটের কচ্ছ থেকে 'অ্যাগেট বোল' (Agate Bowl) উপহার দিয়েছেন।

8 / 8
ইন্দোনেশিয়ার বালিতেই এবারের জি২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাটের একটি রুপোর পাত্র ও হিমাচল প্রদেশের কিন্নরের কিন্নোরী শাল উপহার দিয়েছেন।

ইন্দোনেশিয়ার বালিতেই এবারের জি২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুরাটের একটি রুপোর পাত্র ও হিমাচল প্রদেশের কিন্নরের কিন্নোরী শাল উপহার দিয়েছেন।

Next Photo Gallery