Bengal Football Team : কলকাতায় ফিরল জাতীয় গেমসে সোনাজয়ী বাংলা দল

36th National Games: ঘরে ফিরল বাংলার ছেলেরা। জাতীয় গেমস ফুটবলে সোনার পদক জিতেছে বাংলা দল। ফাইনালে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। এক পেশে ম্যাচে বাংলা জিতে ৫-০ ব্যবধানে।

| Edited By: | Updated on: Oct 14, 2022 | 6:00 PM
ঘরে ফিরল বাংলার ছেলেরা। জাতীয় গেমস ফুটবলে (National Games) সোনার পদক জিতেছে বাংলা দল। (ছবি : আইএফএ)

ঘরে ফিরল বাংলার ছেলেরা। জাতীয় গেমস ফুটবলে (National Games) সোনার পদক জিতেছে বাংলা দল। (ছবি : আইএফএ)

1 / 5
ফাইনালে কেরলের (Bengal vs Kerala) মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। এক পেশে ম্যাচে বাংলা জিতে ৫-০ ব্যবধানে। (ছবি : আইএফএ)

ফাইনালে কেরলের (Bengal vs Kerala) মতো শক্তিশালী দলকে হারিয়েছে তারা। এক পেশে ম্যাচে বাংলা জিতে ৫-০ ব্যবধানে। (ছবি : আইএফএ)

2 / 5
ফাইনালে বাংলার ৫-০'র জয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা। বাংলা দল কলকাতা স্টেশনে পৌঁছলে নরহরিকে ঘিরে বাড়তি উন্মাদনা। (ছবি : আইএফএ)

ফাইনালে বাংলার ৫-০'র জয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক নরহরি শ্রেষ্টা। বাংলা দল কলকাতা স্টেশনে পৌঁছলে নরহরিকে ঘিরে বাড়তি উন্মাদনা। (ছবি : আইএফএ)

3 / 5
 বাংলা দলের (Bengal Football Team) কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য নরহরিকে বিশেষ শুভেচ্ছা জানান। ছেলের জন্য স্টেশনে অপেক্ষায় ছিলেন নরহরির মা। (ছবি : আইএফএ)

বাংলা দলের (Bengal Football Team) কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য নরহরিকে বিশেষ শুভেচ্ছা জানান। ছেলের জন্য স্টেশনে অপেক্ষায় ছিলেন নরহরির মা। (ছবি : আইএফএ)

4 / 5
সোনাজয়ী (Gold Medal) বাংলা দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলা ফুটবল সংস্থার কর্তারা। (ছবি : আইএফএ)

সোনাজয়ী (Gold Medal) বাংলা দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলা ফুটবল সংস্থার কর্তারা। (ছবি : আইএফএ)

5 / 5
Follow Us: