National Parks In India: বন্ধ করে দেওয়া হবে দেশের বিখ্যাত ন্যাশানাল পার্কগুলি! কোন কারণে এই সিদ্ধান্ত, জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 19, 2022 | 7:44 PM

Monsoon Season: প্রতি বছর বর্ষার শুরুতেই ভারতের প্রধান জাতীয় উদ্যানগুলি বন্ধ করে দেওয়া হয়। প্রায় চার থেকে পাঁচ মাসের জন্য সাময়িককালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ, প্রত্যেক পার্ক বিভিন্ন এলাকায় অবস্থিত।

1 / 12
দেশের উত্তর পূর্ব বৃষ্টিপাতের পরিমাণ বেশি, প্রতিবছর পার্কগুলিতে বন্যা দেখা যায়। দেশের অন্যান্য এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি না থাকলেও বর্ষার মরসুমে জঙ্গলগুলিতে ব্যপক ক্ষতি হয়। জঙ্গলের ভিতর দিয়ে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।

দেশের উত্তর পূর্ব বৃষ্টিপাতের পরিমাণ বেশি, প্রতিবছর পার্কগুলিতে বন্যা দেখা যায়। দেশের অন্যান্য এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি না থাকলেও বর্ষার মরসুমে জঙ্গলগুলিতে ব্যপক ক্ষতি হয়। জঙ্গলের ভিতর দিয়ে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে।

2 / 12
ব্যাঘ্র প্রকল্পগুলি আবার বন্ধ থাকে অন্য কারণে। এই সময় বাঘেদের প্রজননের সময়। তাই সেখানে পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হয় না। তবে এটা নাও হতে পারে। কারণ সারা বছরই বংশবিস্তার করে থাকে তারা।

ব্যাঘ্র প্রকল্পগুলি আবার বন্ধ থাকে অন্য কারণে। এই সময় বাঘেদের প্রজননের সময়। তাই সেখানে পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়া হয় না। তবে এটা নাও হতে পারে। কারণ সারা বছরই বংশবিস্তার করে থাকে তারা।

3 / 12
তবে বন্যপ্রাণীদেরও স্বাধীনভাবে জঙ্গলের মধ্যে থাকার অধিকার আছে,এই সময়টা পর্যটক মুক্ত থাকলে বন্যপ্রাণীরা নিজ নিজ জায়গায় স্বাধীন থাকে।

তবে বন্যপ্রাণীদেরও স্বাধীনভাবে জঙ্গলের মধ্যে থাকার অধিকার আছে,এই সময়টা পর্যটক মুক্ত থাকলে বন্যপ্রাণীরা নিজ নিজ জায়গায় স্বাধীন থাকে।

4 / 12
রণথম্ভোর জাতীয় উদ্যান, রাজস্থান:  আগামী ৩০জুন বন্ধ থেকে বন্ধ থাকবে। খুলবে ১ অক্টোবর আবার চালু হবে। সমস্ত কোর জোন এখন বন্ধ, কিন্তু বাফার জোন এবং ৬-১০ নং গেট  খোলা থাকবে। পরিযায়ী পাখির দেখতে চাইলে বাফার জোনে কিছু অফ সিজন বার্ডিংয়ের মুখোমুখি হবেন।

রণথম্ভোর জাতীয় উদ্যান, রাজস্থান: আগামী ৩০জুন বন্ধ থেকে বন্ধ থাকবে। খুলবে ১ অক্টোবর আবার চালু হবে। সমস্ত কোর জোন এখন বন্ধ, কিন্তু বাফার জোন এবং ৬-১০ নং গেট খোলা থাকবে। পরিযায়ী পাখির দেখতে চাইলে বাফার জোনে কিছু অফ সিজন বার্ডিংয়ের মুখোমুখি হবেন।

5 / 12
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অসম: এই পার্কটি ১ মে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। খুলবে আগামী ১ অক্টোবর। সমস্ত হাতি এবং জিপ সাফারিও এতদিন বন্ধ রাখা হয়েছে। বর্ষার শুরুতেই ভারী বর্ষণে প্রতি বছরের মত এবারেও বন্যা পরিস্থিতি অসমে।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অসম: এই পার্কটি ১ মে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। খুলবে আগামী ১ অক্টোবর। সমস্ত হাতি এবং জিপ সাফারিও এতদিন বন্ধ রাখা হয়েছে। বর্ষার শুরুতেই ভারী বর্ষণে প্রতি বছরের মত এবারেও বন্যা পরিস্থিতি অসমে।

6 / 12
মানস জাতীয় উদ্যান, অসম: কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো, মানসও প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। প্রতি বছর বন্যা পরিস্থিতিতে জঙ্গলের সম্পদগুলির প্রচুর ক্ষতি হয়।

মানস জাতীয় উদ্যান, অসম: কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো, মানসও প্রতি বছর মে থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। প্রতি বছর বন্যা পরিস্থিতিতে জঙ্গলের সম্পদগুলির প্রচুর ক্ষতি হয়।

7 / 12
কানহা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: যদিও পার্কটি প্রযুক্তিগতভাবে এখনও খোলা আছে, আগামী ১ জুলাই থেকে বন্ধ করা হবে পার্কের দরজা। বর্ষা কেটে গেলে ফের খোলা হবে আগামী ৩০ সেপ্টেম্বরে।

কানহা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: যদিও পার্কটি প্রযুক্তিগতভাবে এখনও খোলা আছে, আগামী ১ জুলাই থেকে বন্ধ করা হবে পার্কের দরজা। বর্ষা কেটে গেলে ফের খোলা হবে আগামী ৩০ সেপ্টেম্বরে।

8 / 12
বান্ধবগড় জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: এই উদ্যানটিও ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যদিও খোলার তারিখ পরিবর্তিত হতে পারে। সমস্ত কোর জোন বন্ধ হয়ে গেলেও, আপনি এখনও পানপাথা, জোহিলা এবং ধামোখারের বাফার জোনগুলি ঘুরে দেখতে পারেন৷

বান্ধবগড় জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: এই উদ্যানটিও ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। যদিও খোলার তারিখ পরিবর্তিত হতে পারে। সমস্ত কোর জোন বন্ধ হয়ে গেলেও, আপনি এখনও পানপাথা, জোহিলা এবং ধামোখারের বাফার জোনগুলি ঘুরে দেখতে পারেন৷

9 / 12
জিম করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড: ঝিকালা ও বিজরানী জোন জুন থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত বন্ধ থাকে। তবে ঢেলা ও ঝিরনা জোন সারা বছর খোলা থাকে।

জিম করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড: ঝিকালা ও বিজরানী জোন জুন থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত বন্ধ থাকে। তবে ঢেলা ও ঝিরনা জোন সারা বছর খোলা থাকে।

10 / 12
সাতপুরা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: এখনও খোলা থাকলেও, সাতপুড়া জাতীয় উদ্যান ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষিত পার্কটির গেট বন্ধ করে দেওয়া হবে৷

সাতপুরা জাতীয় উদ্যান, মধ্যপ্রদেশ: এখনও খোলা থাকলেও, সাতপুড়া জাতীয় উদ্যান ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষিত পার্কটির গেট বন্ধ করে দেওয়া হবে৷

11 / 12
গির জাতীয় উদ্যান, গুজরাট:  বর্ষার জন্য বন্ধ রয়েছে এবং ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। দেবলিয়া সাফারি পার্ক, যা বিখ্যাত এশিয়াটিক সিংহ দেখার জন্য একটি অসাধারণ জায়গা।

গির জাতীয় উদ্যান, গুজরাট: বর্ষার জন্য বন্ধ রয়েছে এবং ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। দেবলিয়া সাফারি পার্ক, যা বিখ্যাত এশিয়াটিক সিংহ দেখার জন্য একটি অসাধারণ জায়গা।

12 / 12
টাডোবা জাতীয় উদ্যান, মহারাষ্ট্র : আগামী ৩০ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পার্কের সব গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। তবে বাফার জোনগুলি সারা বছর খোলা থাকবে৷

টাডোবা জাতীয় উদ্যান, মহারাষ্ট্র : আগামী ৩০ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পার্কের সব গেটগুলি বন্ধ করে দেওয়া হবে। তবে বাফার জোনগুলি সারা বছর খোলা থাকবে৷

Next Photo Gallery