Yuvraj Singh-Hazel Keech: ফাদার্স ডে তে ‘যুবরাজ’কে প্রকাশ্যে আনলেন যুবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 19, 2022 | 7:38 PM

চলতি বছরের জানুয়ারিতে জুনিয়র যুবির জন্ম হয়েছে। পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। আজ পিতৃ দিবসে যুবি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ (Hazel Keech) তাঁদের পুত্র সন্তানের নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানেন এক মাত্র ছেলের কী নাম রাখলেন যুবরাজ-হ্যাজেল?

1 / 5
২০১৬ সালে বলিউড অভিনেত্রী হ্যাজেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যুবরাজ। চলতি বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।

২০১৬ সালে বলিউড অভিনেত্রী হ্যাজেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যুবরাজ। চলতি বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।

2 / 5
আজ, রবিরার পিতৃ দিবস উপলক্ষ্যে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং তাঁর এক মাত্র ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন। যুবি তাঁর সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করার পাশাপাশি সকলকে তাঁর নামও জানিয়েছেন।

আজ, রবিরার পিতৃ দিবস উপলক্ষ্যে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং তাঁর এক মাত্র ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন। যুবি তাঁর সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করার পাশাপাশি সকলকে তাঁর নামও জানিয়েছেন।

3 / 5
যুবরাজ ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ তাঁদের একমাত্র ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে যুবি লেখেন, 'ওরিয়ন কিচ সিং এই বিশ্বে তোমাকে স্বাগত। মা ও বাবা তাদের বাচ্চা ছেলেকে ভালোবাসো। তোমার প্রতিটা হাসিতে তোমার চোখ জ্বলজ্বল করে, ঠিক যেমন তোমার নাম তারকাদের মধ্যে লেখা হচ্ছে।'

যুবরাজ ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ তাঁদের একমাত্র ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে যুবি লেখেন, 'ওরিয়ন কিচ সিং এই বিশ্বে তোমাকে স্বাগত। মা ও বাবা তাদের বাচ্চা ছেলেকে ভালোবাসো। তোমার প্রতিটা হাসিতে তোমার চোখ জ্বলজ্বল করে, ঠিক যেমন তোমার নাম তারকাদের মধ্যে লেখা হচ্ছে।'

4 / 5
যুবরাজ একদিকে যেমন পিতৃত্ব উপভোগ করছেন, তেমনই হ্যাজেলও চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব।

যুবরাজ একদিকে যেমন পিতৃত্ব উপভোগ করছেন, তেমনই হ্যাজেলও চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব।

5 / 5
যুবরাজ ও হ্যাজেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর প্রকাশ্যে কোনও ছবি আনেননি। সেই সময় তাঁরা গোপনীয়তা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেছিলেন।

যুবরাজ ও হ্যাজেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর প্রকাশ্যে কোনও ছবি আনেননি। সেই সময় তাঁরা গোপনীয়তা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেছিলেন।

Next Photo Gallery