Bangla News Photo gallery On Fathers Day Yuvraj Singh and Hazel Keech Singh shares their son image and name here see pic
Yuvraj Singh-Hazel Keech: ফাদার্স ডে তে ‘যুবরাজ’কে প্রকাশ্যে আনলেন যুবি
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 19, 2022 | 7:38 PM
চলতি বছরের জানুয়ারিতে জুনিয়র যুবির জন্ম হয়েছে। পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)। আজ পিতৃ দিবসে যুবি ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ (Hazel Keech) তাঁদের পুত্র সন্তানের নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জানেন এক মাত্র ছেলের কী নাম রাখলেন যুবরাজ-হ্যাজেল?
1 / 5
২০১৬ সালে বলিউড অভিনেত্রী হ্যাজেলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন যুবরাজ। চলতি বছরের জানুয়ারিতে তাঁদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়।
2 / 5
আজ, রবিরার পিতৃ দিবস উপলক্ষ্যে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং তাঁর এক মাত্র ছেলের ছবি প্রকাশ্যে এনেছেন। যুবি তাঁর সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি শেয়ার করার পাশাপাশি সকলকে তাঁর নামও জানিয়েছেন।
3 / 5
যুবরাজ ও তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচ তাঁদের একমাত্র ছেলের নাম রেখেছেন ওরিয়ন কিচ সিং। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে যুবি লেখেন, 'ওরিয়ন কিচ সিং এই বিশ্বে তোমাকে স্বাগত। মা ও বাবা তাদের বাচ্চা ছেলেকে ভালোবাসো। তোমার প্রতিটা হাসিতে তোমার চোখ জ্বলজ্বল করে, ঠিক যেমন তোমার নাম তারকাদের মধ্যে লেখা হচ্ছে।'
4 / 5
যুবরাজ একদিকে যেমন পিতৃত্ব উপভোগ করছেন, তেমনই হ্যাজেলও চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব।
5 / 5
যুবরাজ ও হ্যাজেল তাঁদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর প্রকাশ্যে কোনও ছবি আনেননি। সেই সময় তাঁরা গোপনীয়তা বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেছিলেন।