TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 19, 2022 | 5:27 PM
ছবি দেখার পর কিয়ারা ভেবেছিলেন এই কিয়ারা নামটি তাঁর যদি মেয়ে হয় তিনি রাখবেন। তবে তেমনটা ঘটেনি। তার আগেই সলমনের উপদেশে তাঁকে নাম পরিবর্তন করতে হয়। তখনই তিনি এই নামটি নিজের জন্য পছন্দ করে নিয়েছিলেন।
প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও একবার বিচ্ছেদকে ঘিরে প্রশ্ন ওঠায় এবার আর সম্পর্ক নিয়ে কথা বলতে চান না তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না।
তবে কিয়ারা নামটি নিজেই পছন্দ করেছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়ার আনজানা আনজানি ছবিটি খুব পছন্দের ছিল তাঁর। সেই ছবিতে প্রিয়াঙ্কার নাম ছিল কিয়ারা। সেই কারণেই তিনি নিজের নাম বদল করে রেখেছিলেন কিয়ারা আডবাণী।
যবে থেকে তিনি বি-টাউনে কাজ করা শুরু করেছেন, তবে থেকেই একের পর এক ছবির কাজ আসতে থাকছে তাঁর কাছে। যার ফলে বিন্দুমাত্র বিশ্রাম নেওয়ার সময়টাও নেই তাঁর। একটা কাজ শেষ করেই ছুটতে হচ্ছে অপর ছবির সেটে।
বলিউডে আসার আগে কিয়ারা মায়ের সঙ্গে একটি ডিল করেছিলেন। অভিনয় নিয়ে পরিবার থেকে ছিল না কোনও আপত্তি। তবে মায়ের ছিল একটি শর্ত। কিয়ারা ড্রপ আউট করতে পারবেন না। তাই কলেজ শেষ করেই কেরিয়ারে মন দিয়েছিলেন কিয়ারা।
বলিউডে পা রাখার পর থেকেই বিভিন্ন সম্পর্কে নাম জড়িয়েছে সিদ্ধার্থ মালহোত্রার। তবে কিয়ারা আডবানীর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা প্রায় তিন বছর ধরেই তুঙ্গে।