Bangla NewsPhoto gallery India vs England Virat Kohli, Rohit Sharma goes shopping in London, fans click Selfies with them
India vs England: লন্ডনের রাস্তায় বিরাট-রোহিতদের কাছে পেয়ে কী করলেন ভক্তরা!
একদিকে দেশের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যস্ত টিম ইন্ডিয়ার এক দল। অন্যদিকে ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতের আর এক দল। এ বার লন্ডনের রাস্তায় দেখা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। রোহিত-বিরাটদের লন্ডনের রাস্তায় দেখা মাত্রই ঘিরে ধরল তাঁদের ফ্যানেরা। তারপর কী হল?... যে ছবি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।