Neem Phooler Madhu: বিয়ের পিঁড়িতে পর্ণা-সৃজন, রমরমিয়ে চলল শুটিং, রইল বিবাহ আসরের কিছু অদেখা ছবি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 01, 2022 | 1:29 PM

Serial Update: একান্নবর্তী পরিবারে বিয়ের স্বপ্ন তাঁর সত্য হচ্ছে। বিয়ের পিঁড়িতে বসেছে সৃজন-পর্ণা।

1 / 5
সদ্য শুরু হয়েছে জিবাংলার নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'। এক ঘরোয়া গল্প, ছকে বাঁধা উত্তর কলকাতার পরিবার বলতে ঠিক যেমনটা বোঝায়, তেমনই এক পরিবারের ছেলে সৃজনের বাজল বিয়ের সানাই।

সদ্য শুরু হয়েছে জিবাংলার নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'। এক ঘরোয়া গল্প, ছকে বাঁধা উত্তর কলকাতার পরিবার বলতে ঠিক যেমনটা বোঝায়, তেমনই এক পরিবারের ছেলে সৃজনের বাজল বিয়ের সানাই।

2 / 5
মা ভক্ত ছেলে সৃজনের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। অন্যদিকে পর্ণার চোখে রঙিন স্বপ্ন। একান্নবর্তী পরিবারে বিয়ের স্বপ্ন তাঁর সত্য হচ্ছে। বিয়ের পিঁড়িতে বসেছে সৃজন-পর্ণা।

মা ভক্ত ছেলে সৃজনের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। অন্যদিকে পর্ণার চোখে রঙিন স্বপ্ন। একান্নবর্তী পরিবারে বিয়ের স্বপ্ন তাঁর সত্য হচ্ছে। বিয়ের পিঁড়িতে বসেছে সৃজন-পর্ণা।

3 / 5
গতসপ্তাহেই হইহই করে চলেছে শুটিং। বর্তমানে ধারাবাহিকেও শুরু হয়ে গিয়েছে বিয়ের পর্ব। শুক্রবার পর্যন্ত চলতে এই বিবাহআসর। তারই মাঝে শুটিং সেট থেকে সামনে এল বেশ কিছু ছবি।

গতসপ্তাহেই হইহই করে চলেছে শুটিং। বর্তমানে ধারাবাহিকেও শুরু হয়ে গিয়েছে বিয়ের পর্ব। শুক্রবার পর্যন্ত চলতে এই বিবাহআসর। তারই মাঝে শুটিং সেট থেকে সামনে এল বেশ কিছু ছবি।

4 / 5
এরপরই শুরু হবে পর্ণার জীবনে নতুন লড়াই। পল্লবী শর্মা অর্থাৎ ধারাবাহিকের অভিনেত্রী এই চরিত্রের প্রস্তাব পেয়ে বেজায় খুশি। তাঁর কথায়, এ যেন এক পরিবারের গল্প, খুব সাধারণ এক মেয়ের গল্প।

এরপরই শুরু হবে পর্ণার জীবনে নতুন লড়াই। পল্লবী শর্মা অর্থাৎ ধারাবাহিকের অভিনেত্রী এই চরিত্রের প্রস্তাব পেয়ে বেজায় খুশি। তাঁর কথায়, এ যেন এক পরিবারের গল্প, খুব সাধারণ এক মেয়ের গল্প।

5 / 5
অন্যদিকে রুবেলও নিজের চরিত্র নিয়ে ঠিক ততটাই উৎসাহী। ধারাবাহিকের কাজ চলছে বর্তমানে রমরমিয়ে। প্রথম সপ্তাহেই তা সকলের মনে জায়গা করে নেয়। টিআরপি-তেও প্রথম পাঁচে স্থান হয় নিম ফুলের মধু-র।

অন্যদিকে রুবেলও নিজের চরিত্র নিয়ে ঠিক ততটাই উৎসাহী। ধারাবাহিকের কাজ চলছে বর্তমানে রমরমিয়ে। প্রথম সপ্তাহেই তা সকলের মনে জায়গা করে নেয়। টিআরপি-তেও প্রথম পাঁচে স্থান হয় নিম ফুলের মধু-র।

Next Photo Gallery