Neeraj Chopra: ‘ডায়মন্ড’ নীরজকে রাজকীয়ভাবে স্বাগত সেনার

Diamond League: দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ট্রফি জিতেছেন নীরজ চোপড়া। ভারতের এই জ্যাভলিন থ্রোয়ার বিশ্ব মঞ্চেও আইকন। প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ভারতকে সোনার পদকও দিয়েছেন নীরজ। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল ডায়মন্ড লিগেও। একটি ইভেন্টে চোটের কারণে অংশ নিতে পারেননি নীরজ। তারপরও ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হয়েছেন।

| Edited By: | Updated on: Oct 14, 2022 | 7:28 PM
দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ (Diamond League) ট্রফি জিতেছেন নীরজ চোপড়া। ভারতের এই জ্যাভলিন (Javelin) থ্রোয়ার বিশ্ব মঞ্চেও আইকন। (ছবি : টুইটার)

দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ (Diamond League) ট্রফি জিতেছেন নীরজ চোপড়া। ভারতের এই জ্যাভলিন (Javelin) থ্রোয়ার বিশ্ব মঞ্চেও আইকন। (ছবি : টুইটার)

1 / 5
প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ভারতকে সোনার পদকও দিয়েছেন নীরজ (Neeraj Chopra)। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল ডায়মন্ড লিগেও। (ছবি : টুইটার)

প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে অলিম্পিকে ভারতকে সোনার পদকও দিয়েছেন নীরজ (Neeraj Chopra)। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ চড়েছিল ডায়মন্ড লিগেও। (ছবি : টুইটার)

2 / 5
একটি ইভেন্টে চোটের কারণে অংশ নিতে পারেননি নীরজ। তারপরও ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হয়েছেন। (ছবি : টুইটার)

একটি ইভেন্টে চোটের কারণে অংশ নিতে পারেননি নীরজ। তারপরও ডায়মন্ড লিগের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন হয়েছেন। (ছবি : টুইটার)

3 / 5
নয়াদিল্লিতে রাজপুতানা রাইফেল রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনীর (Indian Army) কর্মী নীরজকে এভাবেই স্বাগত (Grand Reception) জানানো হয় সেনাবাহিনীর তরফে। (ছবি : টুইটার)

নয়াদিল্লিতে রাজপুতানা রাইফেল রেজিমেন্টাল সেন্টারে সেনাবাহিনীর (Indian Army) কর্মী নীরজকে এভাবেই স্বাগত (Grand Reception) জানানো হয় সেনাবাহিনীর তরফে। (ছবি : টুইটার)

4 / 5
নীরজকে সংবর্ধিত করেন লেফটেন্যান্ট জেনারেল সিপি কারিয়াপ্পা এবং রাজপুতানা রাইফেল রেজিমেন্টের কর্নেল। (ছবি : টুইটার)

নীরজকে সংবর্ধিত করেন লেফটেন্যান্ট জেনারেল সিপি কারিয়াপ্পা এবং রাজপুতানা রাইফেল রেজিমেন্টের কর্নেল। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: