বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয়ের পর রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেশের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। (ছবি:ইনস্টাগ্রাম)
ডায়মন্ড লিগ ফাইনালস অনুষ্ঠিত হয়েছে সুইৎজারল্যান্ডের জুরিখে। প্রতিযোগিতার শেষ হওয়ার পর স্বপ্নের দেশে কয়েকটা দিন কাটিয়ে ফেরার সিদ্ধান্ত নেন নীরজ।(ছবি:ইনস্টাগ্রাম)
সুইৎজারল্যান্ডে কী কী করলেন সোনার ছেলে? তারকা জ্যাভলিন থ্রোয়ারের ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা জানা যাবে।(ছবি:ইনস্টাগ্রাম)
পিছনে পাহাড় আৎ চারিদিকে সাদা বরফ। সুইৎজারল্যান্ডের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গেলেন নীরজ। (ছবি:ইনস্টাগ্রাম)
হাড়কাঁপানো ঠান্ডাতেও জিন্স আর টি শার্টে কয়েকটা ছবিতে পোজ দিলেন। বরফের মাঝে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিতে নীরজের ছবিগুলি বেশ ভাইরাল।(ছবি:ইনস্টাগ্রাম)
স্কাই ডাইভিংয়ের থ্রিলিং অভিজ্ঞতাও অর্জন করে ফেলেছেন নীরজ। মাঝ আকাশে পাখির মতো উড়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)
নীরজের ছবিগুলি সুইৎজারল্যান্ডের জুংফ্রাউজোচের। যেটি ইউরোপের সর্বোচ্চ স্থান। (ছবি:ইনস্টাগ্রাম)