Bollywood Gossip: ‘নিজের ইচ্ছায় নয়, স্বামী জোর করেছিল বলেই বাধ্য হই’, অকপট নিতু

Neetu-Rishi: সে সময় ভরা কেরিয়ার তাঁর। অথচ মাত্র ২১ বছর বয়সেই কেরিয়ারকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিংয়ের।

| Edited By: | Updated on: Apr 24, 2023 | 7:44 AM
সে সময় ভরা কেরিয়ার তাঁর। অথচ মাত্র ২১ বছর বয়সেই কেরিয়ারকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিংয়ের।

সে সময় ভরা কেরিয়ার তাঁর। অথচ মাত্র ২১ বছর বয়সেই কেরিয়ারকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিংয়ের।

1 / 8
 কারণ একটাই কাপুর হতে গেলে তাঁকে যে ছাড়তে হবে শো-বিজ। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির বৌয়ের শো-বিজে এন্ট্রি নেওয়া ছিল নিষিদ্ধ।

কারণ একটাই কাপুর হতে গেলে তাঁকে যে ছাড়তে হবে শো-বিজ। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির বৌয়ের শো-বিজে এন্ট্রি নেওয়া ছিল নিষিদ্ধ।

2 / 8
 ওদিকে নিতু তখন ঋষির প্রেমে হাবুডুবু। তাই কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে তিনি পড়েন সাত পাকে বাঁধা।

ওদিকে নিতু তখন ঋষির প্রেমে হাবুডুবু। তাই কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে তিনি পড়েন সাত পাকে বাঁধা।

3 / 8
কেরিয়ারের শীর্ষে থেকে সব ছেড়ে দেওয়ার পর ছোটখাটো চরিতে মাঝেসাঝে অভিনয় করতে দেখা গিয়েছিল নিতুকে। তবে সে সবই নাকি নিজের ইচ্ছেতে করেননি নিতু।

কেরিয়ারের শীর্ষে থেকে সব ছেড়ে দেওয়ার পর ছোটখাটো চরিতে মাঝেসাঝে অভিনয় করতে দেখা গিয়েছিল নিতুকে। তবে সে সবই নাকি নিজের ইচ্ছেতে করেননি নিতু।

4 / 8
বরং স্বামী ঋষি কাপুর তাঁকে জোরাজুরি করেন বলেই নাকি বাধ্য হয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, স্বামীকে খুশি করা।

বরং স্বামী ঋষি কাপুর তাঁকে জোরাজুরি করেন বলেই নাকি বাধ্য হয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, স্বামীকে খুশি করা।

5 / 8
তাঁর কথায়, “আমার স্বামীর সঙ্গে পরবর্তীতে বেশ কিছু ছবি আমি করেছি। ও এসে আমায় বলত চল এই ছবি করা যাক। আমি নিজের ইচ্ছায় এই ছবিগুলি করিনি।

তাঁর কথায়, “আমার স্বামীর সঙ্গে পরবর্তীতে বেশ কিছু ছবি আমি করেছি। ও এসে আমায় বলত চল এই ছবি করা যাক। আমি নিজের ইচ্ছায় এই ছবিগুলি করিনি।

6 / 8
 সব ছবি যে সুপারহিট হয়েছিল এমনটা মোটেও নয়। তবু স্বামীর মন রক্ষা করতেই নিতু এই সিদ্ধান্ত নেন।

সব ছবি যে সুপারহিট হয়েছিল এমনটা মোটেও নয়। তবু স্বামীর মন রক্ষা করতেই নিতু এই সিদ্ধান্ত নেন।

7 / 8
এখন যদিও আবার নতুন করে কেরিয়ার শুরু করেছেন তিনি। বার্ধক্যে এসে আবার ফিরেছেন কাজে। হাতে ছবির অফারও নেহাত কম নয়।

এখন যদিও আবার নতুন করে কেরিয়ার শুরু করেছেন তিনি। বার্ধক্যে এসে আবার ফিরেছেন কাজে। হাতে ছবির অফারও নেহাত কম নয়।

8 / 8
Follow Us: