রবিবার, ৬৮ যাত্রী এবং ৪ ক্রু সদস্য নিয়ে নেপালের পোখরায় ভেঙে পড়ল ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান।
পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কয়েক সেকেন্ড আগেই ভেঙে পড়ে বিমানটি। এলাকাটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোৌমিটার পশ্চিমে অবস্থিত।
বিমানে থাকা ৭২ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। বিমানটি ভেঙে পড়ে একটি নদী খাতে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থল। স্থানীয়রা জানিয়েছেন, ধোঁয়ায় মিশে ছিল মাংস পোড়া গন্ধও।
ঘটনার পরপরই প্রথম উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য প্রসাসনিক বাহিনীর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছন।
বিমানটি ১৫ বছরের পুরোনো ছিল বলে জানা গিয়েছে। এটি ছিল একটি এটিআর-৭২ বিমান। দুই ইঞ্জিনের এই বিমানটি এয়ারবাস এবং ইটালির লিওনার্দো সংস্থার যৌথ উদ্যোগে নির্মিত।
পার্বত্য অঞ্চলে শয়ে শয়ে উদ্ধারকারীরা জড়ো হন।
উদ্ধারকাজের তদারকি করতে ত্রিভুবন বিমানবন্দরে আসেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল প্রচণ্ড।
এই ঘটনার বিষয়ে এক জরুরী বৈঠকও করেন তিনি।
বিমানের যাত্রীদের পরিবারবর্গকে দেখা যায় তকাঠমান্ডুতে ইয়েতি এয়ারনলাইন্সের কাউন্টারে ভিড় জমাতে।
দর্ঘটনার খবর পাওয়ার পর কাঠমান্ডু বিমানবন্দরে যাত্রীদের বিধ্বস্ত আত্মীয়রা।