UEFA Nations League: ভ্যান ডাইকের হেডে সেমিফাইনালে নেদারল্যান্ডস

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 26, 2022 | 7:30 AM

একেই বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক সামনে থেকে নেতৃত্ব দিলেন। বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলে জয়। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নেদারল্যান্ডস।

1 / 5
একেই বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) বেলজিয়ামের বিরুদ্ধে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক সামনে থেকেই নেতৃত্ব দিলেন। (ছবি : এএফপি)

একেই বলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া। উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) বেলজিয়ামের বিরুদ্ধে নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক সামনে থেকেই নেতৃত্ব দিলেন। (ছবি : এএফপি)

2 / 5
বেলজিয়ামের (Belgium) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলে জয়। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নেদারল্যান্ডস। (ছবি : এএফপি)

বেলজিয়ামের (Belgium) মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলে জয়। গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নেদারল্যান্ডস। (ছবি : এএফপি)

3 / 5
জয় সূচক গোলের জন্য ৭৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে নেদারল্যান্ডসকে। ঘরের মাঠের সমর্থন। প্রথমার্ধ গোল শূন্য। দ্বিতীয় অর্ধে বাড়তি তাগিদ নিয়ে লড়াই নেদারল্যান্ডসের (Netherlands)। (ছবি : এএফপি)

জয় সূচক গোলের জন্য ৭৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে নেদারল্যান্ডসকে। ঘরের মাঠের সমর্থন। প্রথমার্ধ গোল শূন্য। দ্বিতীয় অর্ধে বাড়তি তাগিদ নিয়ে লড়াই নেদারল্যান্ডসের (Netherlands)। (ছবি : এএফপি)

4 / 5
বেলজিয়ামের হেড কোচ রবার্তো মার্তিনেজ আগের ম্যাচে রেড কার্ড দেখায় নির্বাসিত ছিলেন। এডেন হ্যাজার্ড, অ্যাক্সেল উইটসেলদের সৌজন্যে প্রথমার্ধে ভালো খেলে বেলজিয়াম। গোলকিপার থিবাউ কুর্তোয়াকে কোনও সমস্যায় পড়তে হয়নি। (ছবি : এএফপি)

বেলজিয়ামের হেড কোচ রবার্তো মার্তিনেজ আগের ম্যাচে রেড কার্ড দেখায় নির্বাসিত ছিলেন। এডেন হ্যাজার্ড, অ্যাক্সেল উইটসেলদের সৌজন্যে প্রথমার্ধে ভালো খেলে বেলজিয়াম। গোলকিপার থিবাউ কুর্তোয়াকে কোনও সমস্যায় পড়তে হয়নি। (ছবি : এএফপি)

5 / 5
গত ম্যাচে গোল করেছিলেন নেদারল্যান্ডস আক্রমণভাগের ফুটলার কোডি গাকপো। এদিন পরিবর্ত হিসেবে নেমে পার্থক্য গড়ে দিলেন। তাঁর কর্নার থেকেই হেডে গোল ভ্যান ডাইকের ( Virgil van Dijk)। বেলজিয়াম কিপার কুর্তোয়ার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কোনও উপায় ছিল না। (ছবি : এএফপি)

গত ম্যাচে গোল করেছিলেন নেদারল্যান্ডস আক্রমণভাগের ফুটলার কোডি গাকপো। এদিন পরিবর্ত হিসেবে নেমে পার্থক্য গড়ে দিলেন। তাঁর কর্নার থেকেই হেডে গোল ভ্যান ডাইকের ( Virgil van Dijk)। বেলজিয়াম কিপার কুর্তোয়ার অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কোনও উপায় ছিল না। (ছবি : এএফপি)

Next Photo Gallery