Mobile Network: ঘনঘন নেটওয়ার্ক উড়ে যাচ্ছে? এই টিপস মানুন, ঘোড়ার স্পিডে ছুটবে ইন্টারনেট

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 21, 2024 | 5:42 AM

Mobile Network: কোনওভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভাল মেলে।

1 / 8
মোবাইলে ইন্টারনেটে সমস্য়া? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের সমস্যা। বাইরে কোথাও ঘুরতে গেলে ভাল নেটওয়ার্ক পাবেন কী করে জানেন?

মোবাইলে ইন্টারনেটে সমস্য়া? বা নেটওয়ার্কই পাচ্ছেন না ফোন করার জন্য? তবে হতে পারে নেটওয়ার্কের সমস্যা। বাইরে কোথাও ঘুরতে গেলে ভাল নেটওয়ার্ক পাবেন কী করে জানেন?

2 / 8
যদি নেটওয়ার্কের সমস্যা হয়, তবে ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর ফ্লাইট মোড অফ করে দিন। নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভাল পাওয়া যাবে।

যদি নেটওয়ার্কের সমস্যা হয়, তবে ফ্লাইট মোড অন করুন। কিছুক্ষণ পর ফ্লাইট মোড অফ করে দিন। নতুন নেটওয়ার্কে সিগন্যাল ভাল পাওয়া যাবে।

3 / 8
 যে জায়গায় নেটওয়ার্ক দুর্বল, সেখান থেকে সরে আসুন। জানালার ধার বা খোলা জায়গায় দাঁড়ান, যেখানে নেটওয়ার্ক ভাল পাওয়া যায়।

যে জায়গায় নেটওয়ার্ক দুর্বল, সেখান থেকে সরে আসুন। জানালার ধার বা খোলা জায়গায় দাঁড়ান, যেখানে নেটওয়ার্ক ভাল পাওয়া যায়।

4 / 8
যদি এরপরও নেটওয়ার্ক না মেলে, তবে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে ভাল নেটওয়ার্ক পাবেন।

যদি এরপরও নেটওয়ার্ক না মেলে, তবে ফোনের নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক রিসেট করুন। এতে ভাল নেটওয়ার্ক পাবেন।

5 / 8
কোনওভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভাল মেলে।

কোনওভাবেই নেটওয়ার্ক না এলে, ফোন থেকে সিম বের করুন এবং নতুনভাবে বসান। এতে অনেক সময় নেটওয়ার্ক ভাল মেলে।

6 / 8
অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এক্ষেত্রে সেটিংয়ে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।

অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক সেটিং ব্যান্ড ঠিক থাকে না। এক্ষেত্রে সেটিংয়ে যান, ম্যানুয়াল ৩জি, ৪জি বা ৫জি নেটওয়ার্ক সিলেক্ট করুন।

7 / 8
অনেক সময় মোবাইলের সফ্টওয়্যার আপডেট না থাকলে, নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই ফোনের সফ্টওয়্যার আপগ্রেড এলে, তা করুন।

অনেক সময় মোবাইলের সফ্টওয়্যার আপডেট না থাকলে, নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাই ফোনের সফ্টওয়্যার আপগ্রেড এলে, তা করুন।

8 / 8
যদি নেটওয়ার্ক খুব দুর্বল হয়, তবে অন্য নেটওয়ার্কে সুইচ করুন। যেমন LTE থেকে 3G বা WiFi  নেটওয়ার্কে সুইচ করুন।

যদি নেটওয়ার্ক খুব দুর্বল হয়, তবে অন্য নেটওয়ার্কে সুইচ করুন। যেমন LTE থেকে 3G বা WiFi নেটওয়ার্কে সুইচ করুন।

Next Photo Gallery