India:আকাশে নজরদারিতে বায়ুসেনার উদ্যোগ, খরচ হবে ১১,০০০ কোটি টাকা

Indian Air force ,রাশিয়া (Russia) থেকে কেনা ৩ টি অত্যাধুনিক 'এ ৫০ ইআই' বিমানে ইজরায়েলি (Israel) রাডার ফ্যালকন (Phalcon) ব্যবহার করছে ভারত। 'এইএসএ' একটি কমপিউটার চালিত, স্বয়ংসম্পূর্ণভাবে স্ক্যান করতে সক্ষম একটি রাডার। যে কোনও ধরনের রেডিয়ো তরঙ্গ ধরা পড়ে এই রাডারে।

| Edited By: | Updated on: Sep 10, 2021 | 6:52 PM
ভারতের সশস্ত্র বাহিনী (Indian Armed Force) নিয়ে গর্বিত নয় এমন ভারতীয় খুঁজে পাওয়া খুবই কঠিন। দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম বায়ু সেনা (Indian Air Force)। আগামী ৮ অক্টোবর বায়ু সেনার ৮৯ তম জন্ম জয়ন্তী। প্রত্যেক বছরের মতো এই দিনটিও আকাশে নানা নজরকাড়া কসরত প্রর্দশনের মাধ্যমে উদযাপন করবে বায়ু সেনা। এই মহড়া গাজিয়াবাদ (Ghaziabad) বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বায়ুসেনার তরফে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবি গুলি আগামী ৮ অক্টোবরে মহড়া হিসেবেই জানা গিয়েছে বায়ু সেনা সূত্রে।  ছবি-টুইটার

ভারতের সশস্ত্র বাহিনী (Indian Armed Force) নিয়ে গর্বিত নয় এমন ভারতীয় খুঁজে পাওয়া খুবই কঠিন। দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম বায়ু সেনা (Indian Air Force)। আগামী ৮ অক্টোবর বায়ু সেনার ৮৯ তম জন্ম জয়ন্তী। প্রত্যেক বছরের মতো এই দিনটিও আকাশে নানা নজরকাড়া কসরত প্রর্দশনের মাধ্যমে উদযাপন করবে বায়ু সেনা। এই মহড়া গাজিয়াবাদ (Ghaziabad) বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বায়ুসেনার তরফে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবি গুলি আগামী ৮ অক্টোবরে মহড়া হিসেবেই জানা গিয়েছে বায়ু সেনা সূত্রে। ছবি-টুইটার

1 / 6
আজ ৯/১১ তথা আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ হামকার বর্ষপূর্তি। আর তার ঠিক আগেই রাজধানীতে এল হুমকি ফোন। বলা হলন, একেবারে ৯/১১ হামলার কায়দায় উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই হুমকি ফোনের কথা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

আজ ৯/১১ তথা আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ হামকার বর্ষপূর্তি। আর তার ঠিক আগেই রাজধানীতে এল হুমকি ফোন। বলা হলন, একেবারে ৯/১১ হামলার কায়দায় উড়িয়ে দেওয়া হবে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই হুমকি ফোনের কথা প্রকাশ্যে আসতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

2 / 6
রাশিয়া (Russia) থেকে কেনা ৩ টি অত্যাধুনিক 'এ ৫০ ইআই' বিমানে ইজরায়েলি (Israel) রাডার ফ্যালকন (Phalcon) ব্যবহার করছে ভারত। 'এইএসএ' একটি কমপিউটার চালিত, স্বয়ংসম্পূর্ণভাবে স্ক্যান করতে সক্ষম  একটি রাডার। যে কোনও ধরনের রেডিয়ো তরঙ্গ ধরা পড়ে এই রাডারে। এইএসএ রাডারগুলি অনেক বেশি নিখুঁত ও নির্ভরযোগ্য। এই নতুন প্রযুক্তিতে পুরনো সিস্টেমগুলির তুলনায় সময় কম লাগবে এবং সনাক্তকরণ ক্ষমতাও তুলনায় বেশি ।

রাশিয়া (Russia) থেকে কেনা ৩ টি অত্যাধুনিক 'এ ৫০ ইআই' বিমানে ইজরায়েলি (Israel) রাডার ফ্যালকন (Phalcon) ব্যবহার করছে ভারত। 'এইএসএ' একটি কমপিউটার চালিত, স্বয়ংসম্পূর্ণভাবে স্ক্যান করতে সক্ষম একটি রাডার। যে কোনও ধরনের রেডিয়ো তরঙ্গ ধরা পড়ে এই রাডারে। এইএসএ রাডারগুলি অনেক বেশি নিখুঁত ও নির্ভরযোগ্য। এই নতুন প্রযুক্তিতে পুরনো সিস্টেমগুলির তুলনায় সময় কম লাগবে এবং সনাক্তকরণ ক্ষমতাও তুলনায় বেশি ।

3 / 6
এ- ৩২১ জেটলাইনার বিমানে যে রাডার গুলি নতুন করে বসানো হবে সেই গুলি বিমানের ১০০ কিমি এলাকার, ৩৬০ ডিগ্রি  যাবতীয় তথ্য তুলে ধরবে, যা বর্তমানে ব্যবহৃত নেত্রা জেট রাডারের তুলনায় অনেক বেশি উন্নত।

এ- ৩২১ জেটলাইনার বিমানে যে রাডার গুলি নতুন করে বসানো হবে সেই গুলি বিমানের ১০০ কিমি এলাকার, ৩৬০ ডিগ্রি যাবতীয় তথ্য তুলে ধরবে, যা বর্তমানে ব্যবহৃত নেত্রা জেট রাডারের তুলনায় অনেক বেশি উন্নত।

4 / 6
আকাশে ভ্রাম্যমাণ ভারতীয় বায়ুসেনার একটি গতিবিধি নিয়ন্ত্রক বিমান থেকে পাওয়া তথ্য থেকে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Avinandan Varthaman) একটি পাক এফ ১৬ বিমানকে গুলি করে অবতরণ করিয়েছিলেন। এর পর পাক সেনা বাহিনীর পাল্টা গুলিতে তিনি বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং গ্রেফতার হন।

আকাশে ভ্রাম্যমাণ ভারতীয় বায়ুসেনার একটি গতিবিধি নিয়ন্ত্রক বিমান থেকে পাওয়া তথ্য থেকে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান (Avinandan Varthaman) একটি পাক এফ ১৬ বিমানকে গুলি করে অবতরণ করিয়েছিলেন। এর পর পাক সেনা বাহিনীর পাল্টা গুলিতে তিনি বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং গ্রেফতার হন।

5 / 6
সরকারি সূত্রের মতে ৬টি বিশেষ ধরনের অত্যাধুনিক বিমান কেনার পরিবর্তে ইউরোপীয় সংস্থা থেকে হয়তো বেশ বিমানকে পুনরায় ব্য়বহারযোগ্য করে তোলা হতে পারে।

সরকারি সূত্রের মতে ৬টি বিশেষ ধরনের অত্যাধুনিক বিমান কেনার পরিবর্তে ইউরোপীয় সংস্থা থেকে হয়তো বেশ বিমানকে পুনরায় ব্য়বহারযোগ্য করে তোলা হতে পারে।

6 / 6
Follow Us: