New Parliament Building Picture: উদ্বোধন হওয়ার আগে এক ক্লিকে নতুন সংসদ ভবন ঘুরে আসুন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 27, 2023 | 4:07 PM

নতুন সংসদ ভবনে থাকবে লোকসভা, রাজ্যসভা, যৌথ অধিবেশনের সেন্ট্রাল হল, সেন্ট্রাল লাউঞ্জ, কনস্টিটিউশন হল এবং অন্যান্য অফিস। নতুন সংসদ ভবনের আকৃতি ত্রিকোণাকার।

1 / 8
নরেন্দ্র মোদী সরকারের আমলে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনেই তৈরি হয়েছে এটি। রাজধানীর বুকে ৬৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে নতুন সাংসদ ভবন।

নরেন্দ্র মোদী সরকারের আমলে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনেই তৈরি হয়েছে এটি। রাজধানীর বুকে ৬৫ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে নতুন সাংসদ ভবন।

2 / 8
New Parliament Building Picture: উদ্বোধন হওয়ার আগে এক ক্লিকে নতুন সংসদ ভবন ঘুরে আসুন আপনিও

3 / 8
নতুন সংসদ ভবন তৈরিতে ২৬ হাজার ৪৫ মেট্রিক টন স্টিল, ৬৩ হাজার ৮০৭ মেট্রিক টন সিমেন্ট, ৯ হাজার ৬৮৯ ঘণ মিটার ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়েছে। এই ভবন তৈরিতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি।

নতুন সংসদ ভবন তৈরিতে ২৬ হাজার ৪৫ মেট্রিক টন স্টিল, ৬৩ হাজার ৮০৭ মেট্রিক টন সিমেন্ট, ৯ হাজার ৬৮৯ ঘণ মিটার ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয়েছে। এই ভবন তৈরিতে খরচ হয়েছে এক হাজার কোটি টাকারও বেশি।

4 / 8
দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে এই নতুন সংসদ ভবন তৈরির জন্য। রাজস্থানের সরমাথুরা থেকে লাল ও সাদা স্যান্ডস্টোন আনা হয়েছিল।

দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে এই নতুন সংসদ ভবন তৈরির জন্য। রাজস্থানের সরমাথুরা থেকে লাল ও সাদা স্যান্ডস্টোন আনা হয়েছিল।

5 / 8
নতুন সংসদ ভবনের অন্দরে লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের তৈরি করা হয়েছে বসার আসন। এ ছাড়াও নতুন ভবনের ভিতরে অনেক জায়গায়তেই লেগেছে সেগুন কাঠ। মহারাষ্ট্রের নাগপুর থেকে এসেছে এই সব সেগুন কাঠ।

নতুন সংসদ ভবনের অন্দরে লোকসভা ও রাজ্যসভায় সাংসদদের তৈরি করা হয়েছে বসার আসন। এ ছাড়াও নতুন ভবনের ভিতরে অনেক জায়গায়তেই লেগেছে সেগুন কাঠ। মহারাষ্ট্রের নাগপুর থেকে এসেছে এই সব সেগুন কাঠ।

6 / 8
এই ভবনের জন্য ব্যবহৃত কেশারিয়া গ্রিন স্টোন আনা হয়েছে উদয়পুর থেকে। রেড গ্রানাইট আনা হয়েছে আজমেঢ়ের কাছে লাখা থেকে, সাদা মার্বেল আনা হয়েছে আম্বাজি থেকে।

এই ভবনের জন্য ব্যবহৃত কেশারিয়া গ্রিন স্টোন আনা হয়েছে উদয়পুর থেকে। রেড গ্রানাইট আনা হয়েছে আজমেঢ়ের কাছে লাখা থেকে, সাদা মার্বেল আনা হয়েছে আম্বাজি থেকে।

7 / 8
নতুন সাংসদ ভবনের অধিকাংশ ফার্নিচার তৈরি হয়েছে মুম্বইয়ে। লোকসভা এবং রাজ্যসভার ফলস সিলিংয়ের জন্য যে স্টিল ব্যবহৃত হয়েছে তা আনা হয়েছে দমন এবং দিউ থেকে। এ ছাড়াও উত্তর প্রদেশের মির্জাপুর থেকে আনা হয়েছে এই কার্পেট।

নতুন সাংসদ ভবনের অধিকাংশ ফার্নিচার তৈরি হয়েছে মুম্বইয়ে। লোকসভা এবং রাজ্যসভার ফলস সিলিংয়ের জন্য যে স্টিল ব্যবহৃত হয়েছে তা আনা হয়েছে দমন এবং দিউ থেকে। এ ছাড়াও উত্তর প্রদেশের মির্জাপুর থেকে আনা হয়েছে এই কার্পেট।

8 / 8
এই রকম ভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে বিভিন্ন উপকরণ। সেই সব দিয়েই তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। রবিবার এই নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের মাধ্যমেই নতুন মাইলফলক তৈরি হবে ভারতের সংসদীয় ইতিহাসে।

এই রকম ভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে বিভিন্ন উপকরণ। সেই সব দিয়েই তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। রবিবার এই নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের মাধ্যমেই নতুন মাইলফলক তৈরি হবে ভারতের সংসদীয় ইতিহাসে।

Next Photo Gallery