গঙ্গাসাগরে নতুন চমক, হরিদ্বার-বারাণসীর আদলে শোভাযাত্রা-গঙ্গা আরতির আয়োজন, দেখুন চোখ ধাঁধানো ছবি
TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস
Jan 12, 2023 | 10:21 PM
Gangasagar : ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। শুধু বাংলা নয় এই সময় দেশের নানা প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে।
1 / 8
কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর (Gangasagar Mela) একবার। আর কথাকে স্মরণ করেই যেন বছরের পর বছর ধরে লাখ লাখ পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গাসাগরে। এবার দেখা যাচ্ছে সেই চেনা ছবি।
2 / 8
তবে পুণ্য লাভের আশায় এসে এবারে গঙ্গাসাগরের পুণ্যার্থীরা উপরি পাওনা। আয়োজন করা হল অভিনব গঙ্গা আরতির। প্রসঙ্গত, বিগত বছরে কোভিড কাটায় বেশ কিছুটা ছেদ পড়েছিল সাগর মেলার।
3 / 8
তবে এবারে সাগর লাকে সাফল্যমণ্ডিত করতে শুরু থেকেই তৎপর প্রশাসন। স্নানের বাকি এখনও দুদিন তার আগেই লাখো লাখো মানুষের ঢল গঙ্গাসাগরে।
4 / 8
৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। শুধু বাংলা নয় এই সময় দেশের নানা প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন গঙ্গাসাগরে।
5 / 8
মেলায় ও পুণ্যস্নানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। পাশাপাশি সাগরে পূণ্য স্নানে দুর্ঘটনা এড়াতে মোতায়েন এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
6 / 8
এদিকে এবারের গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড়ের আশা আগেই করেছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, প্রায় ৩০ লাখের মতো পূণ্যার্থী এবার মেলায় আসার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ১১০০ সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা চত্বর।
7 / 8
প্রথমবার শোভাযাত্রা সহযোগে গঙ্গা আরতি। এ বছরই প্রথমবার হরিদ্বার-বারাণসীর আদলে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে গঙ্গাসাগরে। বিকাল ৫টায় কপিল মুনির মন্দির থেকে একটি শোভাযাত্রা শুরু হয়। পৌঁছায় গঙ্গাসাগরের তিন নম্বর ঘাটে।
8 / 8
সেখানে সন্ধ্যা ৬ থেকে সাড়ে ৬টা পর্যন্ত নাচ-গানের মাধ্যমে গঙ্গা আরতি হয়। এবারের গঙ্গা আরতির জন্য অযোধ্যা থেকে মহান্তদের নিয়ে আসা হয়। তাঁদের দেখতেও নামে মানুষের ঢল।