AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Colin de Grandhomme: ধোনির মতো কাঁধ ছাপানো চুল ছিল, হঠাৎ অবসর কিউয়ি অলরাউন্ডারের

লম্বা, ফর্সা, কাঁধ ছাপানো চুলের ছেলেটি একসময় নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ব্যাটে-বলে ম্যাচ উইনার। ১০ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে আলবিদা জানালেন কিউয়ি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম।

| Edited By: | Updated on: Aug 31, 2022 | 2:12 PM
Share
লম্বা, ফর্সা, কাঁধ ছাপানো চুলের ছেলেটি একসময় নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ব্যাটে-বলে ম্যাচ উইনার। ১০ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে আলবিদা জানালেন কিউয়ি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। (ছবি:টুইটার)

লম্বা, ফর্সা, কাঁধ ছাপানো চুলের ছেলেটি একসময় নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট অনুরাগীদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ব্যাটে-বলে ম্যাচ উইনার। ১০ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে আলবিদা জানালেন কিউয়ি অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। (ছবি:টুইটার)

1 / 5
মঙ্গলবার হঠাৎ অবসর ঘোষণা করেন গ্র্যান্ডহোম। বিগ ব্যাশ ও জাতীয় দল- এই দুটির মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হত তাঁকে। ৩৬ বছরের অলরাউন্ডার বেছে নিলেন প্রথমটিকে।(ছবি:টুইটার)

মঙ্গলবার হঠাৎ অবসর ঘোষণা করেন গ্র্যান্ডহোম। বিগ ব্যাশ ও জাতীয় দল- এই দুটির মধ্যে যেকোনও একটিকে বেছে নিতে হত তাঁকে। ৩৬ বছরের অলরাউন্ডার বেছে নিলেন প্রথমটিকে।(ছবি:টুইটার)

2 / 5
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে গ্র্যান্ডহোমের অবসরের যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে লিখেছেন, "এটা মানতে দোষ নেই যে আমি আগের মতো আর তরুণ নই। বারবার চোটের জন্য অনুশীলন করাও কঠিন হয়ে পড়ছে। ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে জানা নেই। শেষ কয়েকটা সপ্তাহ ধরে এগুলো নিয়ে প্রচুর চিন্তাভাবনা করেছি। বিদায় জানানোর এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে আমি গর্বিত।" (ছবি:টুইটার)

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে গ্র্যান্ডহোমের অবসরের যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে লিখেছেন, "এটা মানতে দোষ নেই যে আমি আগের মতো আর তরুণ নই। বারবার চোটের জন্য অনুশীলন করাও কঠিন হয়ে পড়ছে। ক্রিকেট ছাড়ার পর ভবিষ্যৎ কী হবে জানা নেই। শেষ কয়েকটা সপ্তাহ ধরে এগুলো নিয়ে প্রচুর চিন্তাভাবনা করেছি। বিদায় জানানোর এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে আমি গর্বিত।" (ছবি:টুইটার)

3 / 5
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার কারণে বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি পাচ্ছিলেন না কলিন ডি গ্র্যান্ডহোম। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য জাতীয় দলের কেরিয়ার বিসর্জন দিলেন। (ছবি:টুইটার)

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকার কারণে বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি পাচ্ছিলেন না কলিন ডি গ্র্যান্ডহোম। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য জাতীয় দলের কেরিয়ার বিসর্জন দিলেন। (ছবি:টুইটার)

4 / 5
২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক। নিউজিল্যান্ডের হয়ে শেষবার ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট খেলেছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও  ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড টিমের সদস্য ছিলেন গ্র্যান্ডহোম। (ছবি:টুইটার)

২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক। নিউজিল্যান্ডের হয়ে শেষবার ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্ট খেলেছেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ড টিমের সদস্য ছিলেন গ্র্যান্ডহোম। (ছবি:টুইটার)

5 / 5