Nick Kyrgios: এক কোমর জলে বান্ধবীকে উষ্ণ আলিঙ্গন নিক কির্গিওসের
টেনিস দুনিয়ায় ব্যাড বয় বলে পরিচিত নিক কির্গিওস। তিনি এ বারের উইম্বলডনের রানার্স আপ। ফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের কাছে হারেন তিনি। তবে ফাইনালে ওঠার আনন্দটাই এখনও উপভোগ করে চলেছেন অজি টেনিস তারকা। বাহামাসে এ বার বাগদত্তা কোস্টিন হাজিকে সঙ্গে নিয়ে হাজির নিক। নীল সমুদ্রের মাঝে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন নিক।
Most Read Stories