Nick Kyrgios: দর্শকের দিকে একদলা থুতু! মাত্রা ছাড়িয়ে গেলেন টেনিস কোর্টের ‘ব্যাড বয়’
টেনিস বিশ্বের 'ব্যাড বয়' নামে কুখ্যাত অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কির্গিয়স। বদমেজাজি, অকথা-কুকথার প্রয়োগ, চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো, ব়্যাকেট ভাঙা। টেনিস জগতের এই অখেলোয়াড়িসুলভ মনোভাবের খেলোয়াড়ের কীর্তির শেষ নেই। চলতি উইম্বলডনেও তার ব্যতিক্রম নেই।
Most Read Stories