CWG 2022: নাক ফেটে অঝোরে রক্তপাত, বিয়ের চিন্তায় নিখাতকে বক্সিং থেকে দূরে রেখেছিলেন মা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jul 26, 2022 | 8:30 AM
চলতি বছরের মে মাসে ইস্তানবুলে হওয়া বিশ্ব মিটে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন নিখাত জারিন। তেলেঙ্গানার নিজামাবাদের ২৫ বছরের নিখাত আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দেওয়ার অন্যতম দাবিদার। ছেলেবেলায় চোট নিয়ে বাড়ি ফিরেছিলেন বলে নিখাতের মা চেয়েছিলেন, মেয়ে যেন বক্সিং ভুলে যান। কিন্তু নিখাত শোনার পাত্রী ছিলেন না। আর সেদিন তিনি মায়ের কথা শোনেননি বলেই আজ বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছেন।
1 / 5
চলতি বছরের মে মাসে ইস্তানবুলে হওয়া বিশ্ব মিটে সোনা জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন নিখাত জারিন (Nikhat Zareen)। তেলেঙ্গানার নিজামাবাদের ২৫ বছরের নিখাত আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতকে সোনা এনে দেওয়ার অন্যতম দাবিদার। ছেলেবেলায় চোট নিয়ে বাড়ি ফিরেছিলেন বলে নিখাতের মা চেয়েছিলেন, মেয়ে যেন বক্সিং ভুলে যান। কিন্তু নিখাত শোনার পাত্রী ছিলেন না। আর সেদিন তিনি মায়ের কথা শোনেননি বলেই আজ বিশ্বমঞ্চে দাপট দেখাচ্ছেন। (ছবি-নিখাত জারিন ইন্সটাগ্রাম)
2 / 5
১২ বছর বয়সে প্রথম বক্সিং রিংয়ে প্রবেশ নিখাতের। ২০০৮ সালে নিজামাবাদ স্টেডিয়াম কমপ্লেক্সে বক্সিং রিংয়ে একবার একটি ছেলে নিখাতের নাখ ফাঁটিয়ে দেয়। চোখের নীচে কালচে রক্ত জমাট হওয়ার দাগ, রক্তাক্ত নাখ নিয়ে বাড়ি ফেরেন নিখাত। তাঁর মা সেই সময় তাঁকে বলে দেন তিনি যেন বক্সিং ছেড়ে দেন। তাঁর মা পরভীন সুলতানা মেয়ের বিয়ের ব্যপারে তখনই চিন্তিত হয়ে পড়েন। (ছবি-নিখাত জারিন ইন্সটাগ্রাম)
3 / 5
কিন্তু ছোট্ট নিখাত তখনই বদলা নেওয়ার সুযোগের খোঁজে ছিলেন। নিজে সুস্থ হয়ে ফিরে যান নিজামাবাদের স্টেডিয়াম কমপ্লেক্সে। রিংয়ে ডেকে নেন সেই ছেলেটিকে, যে তাঁর নাখ ফাটিয়ে দিয়েছিল। এরপর তার সঙ্গে অনুশীলন শুরু করেন। সেই সময় নিখাত ওই ছেলেটিকে তাঁর থেকেও বেশি আঘাত দেয়। এবং তাঁর নাখও ফাটিয়ে দেন। এমনকি নিখাতের থেকে বেশি রক্ত বের হতে থাকে ওই ছেলেটির। যার ফলে কোচেরা তাঁদের অনুশীলন থামিয়ে দিতে বাধ্য হন। (ছবি-নিখাত জারিন ইন্সটাগ্রাম)
4 / 5
এরপর সুন্দরী নিখাত জুনিয়র-সিনিয়র পর্যায়ে বক্সিংয়ে একাধিক সাফল্য পেয়েছেন। যার মধ্যে রয়েছে, ২০১১ সালে এআইবিএ ওমেন্স জুনিয়র অ্যান্ড ইয়ুথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের খেতাব। ২০১৪ সালে ইয়ুথ ওয়ার্ল্ডে রুপোর পাশাপাশি একই বছরে নেশন্স কাপে সোনা জেতে ন নিখাত। ২০১৯ সালে তিনি থাইল্যান্ড ওপেনে রুপো পেয়েছিলেন। একই বছরে স্ট্যান্ডজা মেমোরিয়ালে সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ও ইন্ডিয়ান ওপেনে ব্রোঞ্জ পেয়েছিলেন নিখাত। চলতি বছরে স্ট্যান্ডজা মেমোরিয়ালে ফের সোনা পেয়েছেন নিখাত। পাশাপাশি বসফরাস ইন্টারন্যাশানালে ব্রোঞ্জ পেয়েছেন। (ছবি-নিখাত জারিন ইন্সটাগ্রাম)
5 / 5
আসন্ন কমনওয়েলথ গেমসের ভারতীয় বক্সারদের দলে রয়েছেন নিখাত জারিন। ৫০ কেজি বিভাগে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কমনওয়েলথে সোনা জেতার অন্যতম দাবিদার নিখাত। (ছবি-নিখাত জারিন ইন্সটাগ্রাম)