স্নান করার নামেই ভয়ে কাঁপছেন? ২০০০ টাকা থেকেই পাবেন গিজার, স্নান করুন আরামে

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 26, 2024 | 2:13 PM

Geyser: গা থেকে যাতে দুর্গন্ধ না বের হয়, তার জন্য নিয়মিত স্নান করা জরুরি। শীতে গ্যাসে বা ইমারশন রডে জল গরম করার ঝক্কির বদলে কিনে নিতে পারেন গিজার।

1 / 8
ডিসেম্বরের কনকনে শীত। সকালে উঠে শৌচালয়ে যাওয়াই কঠিন। স্নান তো দূরস্থ! শীতের ঠেলায় শীতকালে অনেকেই স্নান করা ছেড়ে দেন। কিন্তু এভাবে তো আর চলে না।

ডিসেম্বরের কনকনে শীত। সকালে উঠে শৌচালয়ে যাওয়াই কঠিন। স্নান তো দূরস্থ! শীতের ঠেলায় শীতকালে অনেকেই স্নান করা ছেড়ে দেন। কিন্তু এভাবে তো আর চলে না।

2 / 8
গা থেকে যাতে দুর্গন্ধ না বের হয়, তার জন্য নিয়মিত স্নান করা জরুরি। শীতে গ্যাসে বা ইমারশন রডে জল গরম করার ঝক্কির বদলে কিনে নিতে পারেন গিজার।

গা থেকে যাতে দুর্গন্ধ না বের হয়, তার জন্য নিয়মিত স্নান করা জরুরি। শীতে গ্যাসে বা ইমারশন রডে জল গরম করার ঝক্কির বদলে কিনে নিতে পারেন গিজার।

3 / 8
তবে অনেকেই দামের কথা চিন্তা করে গিজার কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। এই শীতে কিনেই ফেলুন গিজার। অনলাইনে ৫ হাজার টাকার কমেই গিজার কিনতে পারবেন।

তবে অনেকেই দামের কথা চিন্তা করে গিজার কেনার পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। এই শীতে কিনেই ফেলুন গিজার। অনলাইনে ৫ হাজার টাকার কমেই গিজার কিনতে পারবেন।

4 / 8
এওস্মিথের ৫ লিটারের ইনস্ট্যান্ট গিজারে চলছে সেল। অ্যামাজনে এই গিজার মাত্র ৪১৯৯ টাকা কিনতে পারবেন।

এওস্মিথের ৫ লিটারের ইনস্ট্যান্ট গিজারে চলছে সেল। অ্যামাজনে এই গিজার মাত্র ৪১৯৯ টাকা কিনতে পারবেন।

5 / 8
হ্যাভেলসের গিজারও ভাল অপশন হতে পারে। অনলাইনে হ্যাভেলসের ৩ লিটারের গিজারের দাম ৩৬৫০ টাকা।

হ্যাভেলসের গিজারও ভাল অপশন হতে পারে। অনলাইনে হ্যাভেলসের ৩ লিটারের গিজারের দাম ৩৬৫০ টাকা।

6 / 8
লংওয়ের গিজারেও চলছে ব্যাপক ছাড়। ২৫ লিটারের গিজারে চলছে ৫৪ শতাংশ ছাড় চলছে। মাত্র ৩৯৮৯ টাকায় গিজার কিনতে পারবেন অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে।

লংওয়ের গিজারেও চলছে ব্যাপক ছাড়। ২৫ লিটারের গিজারে চলছে ৫৪ শতাংশ ছাড় চলছে। মাত্র ৩৯৮৯ টাকায় গিজার কিনতে পারবেন অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে।

7 / 8
ওরিয়েন্টের ৫.৯ লিটার গিজার পাওয়া যাচ্ছে মাত্র ৩৬৪৯ টাকায়। এই গিজারে ৫ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে।

ওরিয়েন্টের ৫.৯ লিটার গিজার পাওয়া যাচ্ছে মাত্র ৩৬৪৯ টাকায়। এই গিজারে ৫ বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে।

8 / 8
ক্রম্পটনের ৩ লিটার গিজারের উপরে ছাড় চলছে অ্য়ামাজনে। ৩৮ শতাংশ ছাড়ে এই গিজারের দাম পড়বে ২৭৪৯ টাকা।

ক্রম্পটনের ৩ লিটার গিজারের উপরে ছাড় চলছে অ্য়ামাজনে। ৩৮ শতাংশ ছাড়ে এই গিজারের দাম পড়বে ২৭৪৯ টাকা।

Next Photo Gallery
রাহার ‘ফ্লাইং কিস’ থেকে কৃতীর ‘মিস্ট্রি ম্যান’! বড়দিন কেমন কাটালেন বলিতারকারা?
Heart Health: লাইফস্টাইলে ছোট্ট কয়েকটি বদল আনুন, সমীক্ষা বলছে কমবে হৃদরোগের ঝুঁকি