হেঁসেলে আগুন, আরও ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম! সিলিন্ডার পিছু গুনতে হবে কত টাকা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 01, 2021 | 11:09 AM

LPG Cylinder Price: চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এখনও অবধি ১৯০ টাকা গ্যাসের দাম বেড়েছে।

1 / 7
নয়া দিল্লি: হেঁসেল জ্বালাতে হিমশিম খাচ্ছে গৃহস্থ, তার উপরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্য়াসের দাম (LPG Price Hike)। সেপ্টেম্বর মাস শুরু হতেই ফের বাড়ল রান্নার গ্য়াসের দাম। ভর্তুকিবিহীন গ্য়াস সিলিন্ডারের (Non-Subsidized Gas Cylinder)  দাম আরও বাড়ল।  এবার থেকে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে রাজ্য়বাসীকে ৯১১ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও (Commercial LPG Cylinder)।

নয়া দিল্লি: হেঁসেল জ্বালাতে হিমশিম খাচ্ছে গৃহস্থ, তার উপরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্য়াসের দাম (LPG Price Hike)। সেপ্টেম্বর মাস শুরু হতেই ফের বাড়ল রান্নার গ্য়াসের দাম। ভর্তুকিবিহীন গ্য়াস সিলিন্ডারের (Non-Subsidized Gas Cylinder)  দাম আরও বাড়ল।  এবার থেকে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার কিনতে রাজ্য়বাসীকে ৯১১ টাকা খরচ করতে হবে। একইসঙ্গে দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও (Commercial LPG Cylinder)।

2 / 7
গত অগস্টেই ২৫ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। বুধবার সকালেই ফের ২৫ টাকা করে দাম বাড়ল গ্য়াসের। দিল্লি, মুম্বইয়ের থেকেও কলকাতার গ্যাসের দাম অনেকটাই বেশি। ২৫ টাকা দাম বাড়ায় দিল্লিতে যেখানে বর্ধিত গ্যাসের মূল্য ৮৮৪.৫০ টাকা, সেখানেই কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৯১১টাকা। মুম্বইয়ের ক্ষেত্রে ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে ৮৮৪.৫০ টাকা খরচ হবে।

গত অগস্টেই ২৫ টাকা দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের। বুধবার সকালেই ফের ২৫ টাকা করে দাম বাড়ল গ্য়াসের। দিল্লি, মুম্বইয়ের থেকেও কলকাতার গ্যাসের দাম অনেকটাই বেশি। ২৫ টাকা দাম বাড়ায় দিল্লিতে যেখানে বর্ধিত গ্যাসের মূল্য ৮৮৪.৫০ টাকা, সেখানেই কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৯১১টাকা। মুম্বইয়ের ক্ষেত্রে ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে ৮৮৪.৫০ টাকা খরচ হবে।

3 / 7
 চেন্নাইয়েও ৯০০-র গণ্ডি পার করেছে। আগে যেখানে ৮৭৫.৫০ টাকা দাম ছিল, সেখানেই আজ থেকে চেন্নাইয়ে রান্নার গ্যাস কিনতে খরচ করতে হবে ৯০০.৫০ টাকা।

চেন্নাইয়েও ৯০০-র গণ্ডি পার করেছে। আগে যেখানে ৮৭৫.৫০ টাকা দাম ছিল, সেখানেই আজ থেকে চেন্নাইয়ে রান্নার গ্যাস কিনতে খরচ করতে হবে ৯০০.৫০ টাকা।

4 / 7
একইসঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৫ টাকা দাম বেড়েছে। এর আগে অগস্ট মাসের ১৮ তারিখ এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। তার আগে ১ জুলাইও গ্যাসের দাম বেড়েছিল।

একইসঙ্গে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু ৭৫ টাকা দাম বেড়েছে। এর আগে অগস্ট মাসের ১৮ তারিখ এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছিল। তার আগে ১ জুলাইও গ্যাসের দাম বেড়েছিল।

5 / 7
বিগত সাত বছর ধরেই এলপিজি গ্য়াসের দাম বাড়ছে ক্রমশ। ২০১৪ সালে যেখানে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, সেখানেই বর্তমানে তা ৮৫৯.৯০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এখনও অবধি ১৯০ টাকা গ্যাসের দাম বেড়েছে।

বিগত সাত বছর ধরেই এলপিজি গ্য়াসের দাম বাড়ছে ক্রমশ। ২০১৪ সালে যেখানে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, সেখানেই বর্তমানে তা ৮৫৯.৯০ টাকায় বেড়ে দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এখনও অবধি ১৯০ টাকা গ্যাসের দাম বেড়েছে।

6 / 7
সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে https://iocl.com/Products/IndaneGas.aspx-থেকে গ্যাসের দাম জানা যায়। এই ওয়েবসাইটে প্রতি মাসে সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে।

সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে https://iocl.com/Products/IndaneGas.aspx-থেকে গ্যাসের দাম জানা যায়। এই ওয়েবসাইটে প্রতি মাসে সংস্থার তরফে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে।

7 / 7
এর উপর রাজ্যভিত্তিক কর বসে। সেই কারণেই গ্যাসের দাম আরও কিছুটা বৃদ্ধি পায়। তবে কেন্দ্রের তরফ থেকে গৃহস্থবাড়িগুলির জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়। প্রতিবছর ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়।

এর উপর রাজ্যভিত্তিক কর বসে। সেই কারণেই গ্যাসের দাম আরও কিছুটা বৃদ্ধি পায়। তবে কেন্দ্রের তরফ থেকে গৃহস্থবাড়িগুলির জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হয়। প্রতিবছর ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়া হয়।

Next Photo Gallery