Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Trolling: শেষে কি না বিয়ে বাড়ি থেকে চুরি? নোরার পোশাক দেখে নেটপাড়ায় ট্রোলের বন্যা

Nora Fatehi: সোশ্যাল মিডিয়ায় কখনও প্লাস্টিক সার্জারি কখনও আবার বোল্ড ফিগারকে নিয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি।

| Edited By: | Updated on: Dec 07, 2022 | 9:49 AM
ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।

ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।

1 / 5
ফলে তাঁর কাতারে উপস্থিতির প্রতিটা ভিডিয়ো মুহূর্তে হয়ে উঠছে ভাইরাল। এর আগে সোশ্যাল মিডিয়ায় কখনও প্লাস্টিক সার্জারি কখনও আবার বোল্ড ফিগারকে নিয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি।

ফলে তাঁর কাতারে উপস্থিতির প্রতিটা ভিডিয়ো মুহূর্তে হয়ে উঠছে ভাইরাল। এর আগে সোশ্যাল মিডিয়ায় কখনও প্লাস্টিক সার্জারি কখনও আবার বোল্ড ফিগারকে নিয়ে চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন তিনি।

2 / 5
এবার তাঁর পোশাক ঘিরে চর্চা তুঙ্গে। ফিপা ফ্যানফেস্টের শেষ রাতে স্টেজে আগুন ধরালেন নোরা। পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা পলকে ভাইরাল। যদিও তা ঘিরেও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।

এবার তাঁর পোশাক ঘিরে চর্চা তুঙ্গে। ফিপা ফ্যানফেস্টের শেষ রাতে স্টেজে আগুন ধরালেন নোরা। পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেই তা পলকে ভাইরাল। যদিও তা ঘিরেও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।

3 / 5
গোলাপি কভার গাউনে ফ্রেমবন্দি হওয়া মাত্রই নেটপাড়ার কমেন্ট, আমাদের একানে বিয়ের বাড়ি থেকে একটি টেন্ট চুরি হয়ে গিয়েছে। কেউ আবার লিখলেন, এই পরিমাণ কাপড়ে গোটা পরিবারের জামা তৈরি হয়ে যেত।

গোলাপি কভার গাউনে ফ্রেমবন্দি হওয়া মাত্রই নেটপাড়ার কমেন্ট, আমাদের একানে বিয়ের বাড়ি থেকে একটি টেন্ট চুরি হয়ে গিয়েছে। কেউ আবার লিখলেন, এই পরিমাণ কাপড়ে গোটা পরিবারের জামা তৈরি হয়ে যেত।

4 / 5
স্পষ্টই তাদের দাবি এটি বিউটিফুল লায়ার-কে কেন্দ্র করেই তৈরি। অনেক মিল রয়েছে উপস্থাপনার সঙ্গে। যদিও অন্য শ্রেণীর কথায়, এটা ফেসঅফ মাত্র। তবে শাকিরা-বেয়ন্সের ভিডিয়ো দেখে তেমনটা মনে হয় না।

স্পষ্টই তাদের দাবি এটি বিউটিফুল লায়ার-কে কেন্দ্র করেই তৈরি। অনেক মিল রয়েছে উপস্থাপনার সঙ্গে। যদিও অন্য শ্রেণীর কথায়, এটা ফেসঅফ মাত্র। তবে শাকিরা-বেয়ন্সের ভিডিয়ো দেখে তেমনটা মনে হয় না।

5 / 5
Follow Us: