Nora Fatehi: হাতের লক্ষ্মী পায়ে ঠেলল না নোরা, জ্যাকলিনকে বিপাকে ফেলে কোন সিদ্ধান্তে নিলেন হটস্টার

Viral News: কিন্তু নাচের জগতে তাঁর দর বাড়ার কারণে তিনি হাত থেকে ছেড়ে দিয়েছিলেন পুষ্পার মত ছবির প্রস্তাব। যেখানে সামান্থা প্রভু তাক লাগিয়েছিলেন, সেখানেই নোরার থাকার কথা ছিল।

May 05, 2022 | 9:05 AM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

May 05, 2022 | 9:05 AM

নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।

নোরা তখন সদ্য পাশ করেছে দশম শ্রেণি। বাড়িতে বসে উচ্চ শিক্ষার প্রস্তুতি নয়, নেমে পড়েছিলেন রাস্তায়। একটি শপিং মলে কাজ নিয়েছিলেন নোরা ফাতেহি।

1 / 6
নিজের প্রথম চাকরি নিয়ে মুখ খুলে নোরা জানান, উচ্চবিদ্যালয়ে পড়ার সময়ই তিনি প্রথম চাকরিতে ঢুকে ছিলেন। একাধিক কারণে তখন অর্থের খোঁজে পথে বেরিয়েছিলেন নোরা। পরিবারে তখন চরম অভাব।

নিজের প্রথম চাকরি নিয়ে মুখ খুলে নোরা জানান, উচ্চবিদ্যালয়ে পড়ার সময়ই তিনি প্রথম চাকরিতে ঢুকে ছিলেন। একাধিক কারণে তখন অর্থের খোঁজে পথে বেরিয়েছিলেন নোরা। পরিবারে তখন চরম অভাব।

2 / 6
সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

সোশ্যাল মিডিয়ায় আবারও বোমা ফাটালেন নোরা ফাতেহি। নয়া লুকে ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। এ কোন নোরা!

3 / 6
নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।

নোরা ফাতেহি মানেই বোল্ড অবতার। তবে এবার যে ফোটোশুটের ছবি তিনি শেয়ার করলেন, তা পলকে সকলের নজর কাড়ল। এক কথায় ভক্তদের চোখ আটকে সোশ্যাল মিডিয়ার পাতায়।

4 / 6
তবে শেষ বেলায় এসে হল রদবদল। তালিকা থেকে বাদ পড়লেন জ্যাকলিন। তার বদলে জায়গা করে নিলেন নোরা। কারণ হিসেবে প্রযোজনা সংস্থা জানিয়েছে, নোরার নাচের দক্ষতা ও তাঁর এক্সপ্রেশনই এই ছবির জন্য প্রয়োজন।

তবে শেষ বেলায় এসে হল রদবদল। তালিকা থেকে বাদ পড়লেন জ্যাকলিন। তার বদলে জায়গা করে নিলেন নোরা। কারণ হিসেবে প্রযোজনা সংস্থা জানিয়েছে, নোরার নাচের দক্ষতা ও তাঁর এক্সপ্রেশনই এই ছবির জন্য প্রয়োজন।

5 / 6
এর আগে নোরা তেলুগু ছবি বাহুবলি, টেম্বর, কিক ২-তে কাজ করেছেন। এবার সেই তালিকাতে নতুন সংযোজন। তবে বর্তমানে দক্ষিণী দুনিয়ার দাপটের কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে নোরা তেলুগু ছবি বাহুবলি, টেম্বর, কিক ২-তে কাজ করেছেন। এবার সেই তালিকাতে নতুন সংযোজন। তবে বর্তমানে দক্ষিণী দুনিয়ার দাপটের কথা মাথায় রেখেই কি এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla